
আমারও ইচ্ছে করে
পাখি হতে
প্রজাপতি হতে
ঘাসফড়িং হতে
শুভ্রমেঘ হতে
রামধনু হতে
পরী হতে
আমারও ইচ্ছে করে
উড়তে
ছুটতে
লাফাতে
ভাসতে
দুলতে
বসতে
আমারও ইচ্ছে করে
পাখির মতন দূরাকাশে উড়তে
প্রজাপতির মতন ফুলে ফুলে ছুটতে
ঘাসফড়িং এর মতন লাফাতে
শুভ্র মেঘেদের মতন ভাসতে
রামধনুর মতন হাওয়ায় দুলতে
পরীর মতন গাছের ডালে বসতে
আমি পাখি নই,
তাই তো আমার উড়তে মানা।
আমি প্রজাপতি নই,
তাই তো আমার ছুটতে মানা।
আমি ঘাসফড়িং নই,
তাই তো আমার লাফাতে মানা।
আমি শুভ্রমেঘ নই,
তাই তো আমার ভাসতে মানা।
আমি রামধনু নই,
তাই তো আমার দুলতে মানা।
আমি পরী নই,
তাই তো আমার গাছের ডালে বসতে মানা।
মনটা যে আমার বড্ড অবাধ্য আর অবুঝ মনা,
চার দেয়ালের বদ্ধ ঘরে তারে আটকে রাখা যায় না।
কিছুতেই বোঝেনা সে লকডাউনের বিধিমালা,
উড়ন্ত দুরন্ত প্রাণবন্ত চঞ্চলা চপলা মনটা নিয়ে-
পড়েছি ভীষণ যন্ত্রণায়।
উফফ! কী জানি কবে মুক্তি মিলবে অসহ্য এই বন্দিদশা থেকে?
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর হয়েছে। মনটা আসলেই কিছু বুঝতে চায়না। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
মনোরম ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
অবশ্যই মুক্তি মিলবে,
পরী হলে সব ঝামেলা চুকেবুকে যাবে, ট্রাই ইট।
খুব হাঁসফাঁস যাচ্ছে, বুঝতে পারছি, লেখাটিতে।
সুরাইয়া পারভীন
উড়নচণ্ডী আমি
কতদিন হলো গৃহবন্দী
প্রাণটা যে হাঁস ফাঁস করবেই
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন আপু।
আমার ইচ্ছে করে..!
শুভ কামনা রইল আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“মনটা যে আমার বড্ড অবাধ্য আর অবুঝ মনা,
চার দেয়ালের বদ্ধ ঘরে তারে আটকে রাখা যায় না।
কিছুতেই বোঝেনা সে লকডাউনের বিধিমালা,
উড়ন্ত দুরন্ত প্রাণবন্ত চঞ্চলা চপলা মনটা নিয়ে-
পড়েছি ভীষণ যন্ত্রণায়। “
খুব সুন্দর লাগলো।
আপনার ইচ্ছে গুলো পূরণ হোক
শুভ কামনায়।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা মনে-মনে…
পাখি নই, পরী নই, প্রজাপতির মতো চঞ্চল একজোড়া পাখাও নেই। তাতে কি! একটা বিশুদ্ধ মন আছে, তা দিয়েই ঘুরে বেড়ানো যায় ইচ্ছে ডানা মেলে। আর আপনিতো রহস্য মানবী!!
সুরাইয়া পারভীন
হয়তো কোনদিন শুনবে সত্যি সত্যিই আকাশ পথে উড়ছি। কোন যান্ত্রিক যন্ত্র রোগে নয়। হাওয়ায় ভেসে 😛😛
রহস্য মানবী কি না🙈🙈
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
চমৎকার মন্তব্যের জন্য এত্তগুলা 💜💜
তৌহিদ
ইচ্ছে ডানায় ভর করে উড়তে থাকুন আপাতত। দিনের শেষে আলো আসবেই তখন না হয় প্রজাপতি হয়ে ঊড়বেন।
ভালো থাকুন আপু। সুন্দর কবিতা পড়লাম।
সুরাইয়া পারভীন
ঐ আশাটুকুই তো ভরসা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
এমন ইচ্ছেগুলোকে যতোটা পারা যায় পূরণ করার চেষ্টা করা যেতে পারে আপু, আমি চেষ্টা করি সব সময়, জীবন তো একটাই……
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন
কিন্তু সাধ থাকলেও অনেক সময় সাধ্য হয়ে উঠে না।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
স্বাধ আর সাধ্যের সমন্বয় ঘটানো ক্ষেত্র বিশেষে অনেক দুরত্বের ব্যাপার না আপু।
সুরাইয়া পারভীন
স্বাধ আর সাধ্যের সমন্বয় ঘটানোর পথে প্রথম আর প্রধান প্রতিবন্ধকতা “নারী”
যদিও আমাকে বেঁধে/বশে রাখার যায়না
তবুও অনেক কিছু ভেবে চলতে হয়
জিসান শা ইকরাম
এগুলো সব হওয়া খুবই সহজ,
তবে মনে মনে 🙂
করোনাকালে গৃহবন্দী আমরা সবাই,
করোনাকাল চলে না যাওয়া পর্যন্ত অস্থিরতা কমবে না।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
যা বলেছেন
মনে মনে এ সব হওয়া সম্ভব
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
আগল ভাঙার আকুতি নাড়া দিয়ে যায়।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়