আমারও ইচ্ছে করে

পাখি হতে

প্রজাপতি হতে

ঘাসফড়িং হতে

শুভ্রমেঘ হতে

রামধনু হতে

পরী হতে

 

আমারও ইচ্ছে করে

উড়তে

ছুটতে

লাফাতে

ভাসতে

দুলতে

বসতে

 

আমারও ইচ্ছে করে

পাখির মতন দূরাকাশে উড়তে

প্রজাপতির মতন ফুলে ফুলে ছুটতে

ঘাসফড়িং এর মতন লাফাতে

শুভ্র মেঘেদের মতন ভাসতে

রামধনুর মতন হাওয়ায় দুলতে

পরীর মতন গাছের ডালে বসতে

 

আমি পাখি নই,

তাই তো আমার উড়তে মানা।

আমি প্রজাপতি নই,

তাই তো আমার ছুটতে মানা।

আমি ঘাসফড়িং নই,

তাই তো আমার লাফাতে মানা।

আমি শুভ্রমেঘ নই,

তাই তো আমার ভাসতে মানা।

আমি রামধনু নই,

তাই তো আমার দুলতে মানা।

আমি পরী নই,

তাই তো আমার গাছের ডালে বসতে মানা।

 

মনটা যে আমার বড্ড অবাধ্য আর অবুঝ মনা,

চার দেয়ালের বদ্ধ ঘরে তারে আটকে রাখা যায় না।

কিছুতেই বোঝেনা সে লকডাউনের বিধিমালা,

উড়ন্ত দুরন্ত প্রাণবন্ত চঞ্চলা চপলা মনটা নিয়ে-

পড়েছি ভীষণ যন্ত্রণায়।

উফফ! কী জানি কবে মুক্তি মিলবে অসহ্য এই বন্দিদশা থেকে?

৬৮৮জন ৫৮১জন

২২টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ