
তার সাথে আমার সম্পর্ক ঠিক টম আর জেরীর মতো। আমার না বলে আমাদের বলায় শ্রেয়। আমরা দুজনেই টম আর জেরীর মতো লেগে আছি একে অপরের সাথে। দুজন দুজনকে এক মূহূর্তের জন্য চোখের অন্তরালে যেতে দেয় না আবার চুপচাপ শান্তশিষ্ট থাকতেও পছন্দ করি না। তবে আমরা কিন্তু এখনো ঠিক করে উঠতে পারিনি কে টম আর কে জেরীর?
চলুন টম জেরী বলার কারণ জেনে আসি…
ধরুন সে ডেস্কটপে বসে কানে হেডফোন গুঁজে দিয়ে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। আর আমি পাশে ল্যাপটপে কাজ করছি। হঠাৎ দেখতে পেলাম সে ভীষণ ভাবে ডুবে আছে, ঠিকই সেই মুহূর্ত চিৎকার দিয়ে উঠলাম। নয়তো বললাম পানি দাও কিংবা অন্য কিছু।
সে গজগজ করে উঠলো। বললো তুমি আর সময় পাও না। শুধু শুধু বিরক্ত করো কেনো?
ধরুন আমি মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছি। সে সেটা দেখতে পেয়েই দৌড়ে কাছে এসে বলবে একটা পাপ্পা দাও, কোলে নাও। তোমার কোলে উঠবো
এবার আমি হুৎকার দিয়ে উঠবো। দেখছো না আমি পড়ছি। বিরক্ত করছো কেনো?
ধরুন সে টেডিদের নিয়ে খেলায় ভীষণ ব্যস্ত কিংবা গুরুত্বপূর্ণ কিছু একটা বলতে চাইছে।
আমি শুরু করে দিলাম তাকে রিপিট করা। ব্যস রেগে আগুন।
ধরুন আমি কবিতা পাঠ করছি। কিন্তু পরের লাইন মনে করতে পারছি না এমন সময় সে আমাকে রিপিট করতে শুরু করলো। তারপরই লেগে যায় গোলযোগ।
সারাদিন এ রকম আরো অনেক ঘটনা ঘটে। ও জানে আমার ভুল ধরার বাতিক। তাই ইচ্ছে করেই জানা শব্দগুলো ভুল উচ্চারণ করে। আমি যতোই শুদ্ধ বলবো ও ততোই ভুল বলবে।
যেমন, যতো দোষ ঘোষনন্দ
আম্মু লাফদড়ি দেবে না(আম্মু দড়িলাফ দেবে না)
আমি যদি কোনো একটা জিনিস দেখিয়ে বলি
আম্মু দেখো দেখো কি সুন্দর! না দেখেই বলে উঠবে একদম পচা….এভাবেই চলে আমাদের মা মেয়ের দিনাতিপাত
১৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
পড়ে সত্যি মিলিয়ে নিতে পারছি না, কে টম আর কে জেরি,
আর এই তো জীবন, এখান থেকে যতটুকু যেমন করে নেয়া যায়।
মা-মনিকে নিয়ে কেটে যাক এমন কিছু আনন্দ-মুহূর্ত।
সুরাইয়া পারভীন
এভাবে আমাদের খুনসুটিতেই কেটে যাক এই একটা জীবন। এখন থেকে বেশি কিছু পোস্ট মেয়েকে নিয়েই লিখবো। অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
মামনির জন্য অফুরন্ত শুভকামনা ও স্নেহাশিস রইলো। টম জেরী হয়ে এভাবেই আনন্দে দিনগুলো কেটে যাক। মামনি অনেক অনেক কিউট। আপনাদের দুজনের জন্যই ভালোবাসা অবিরাম
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ❤️❤️
হালিমা আক্তার
মা-মেয়ে দুজনের জন্য রইল অবিরাম ভালোবাসা।
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
ছবিটি ভীষণ মায়াময়।
নিজেকেই যেন আয়নায় দেখে নেওয়া, যদিও কেউ জানে না কে কার আয়না, আয়নার প্রতিচ্ছবি!
টম আর জেরীর দুরন্তপনা চালু থাকুক।
ভালোবাসা রাশি রাশি ❤️❤️
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
এত্তোগুলো ভালোবাসা রইলো ❤️❤️❤️
মনির হোসেন মমি
টমজেরি খুনসুটির মাঝেই থাকুন আমরা প্রান ভরে দোয়া করছি ভাল থাকুন সুস্থ থাকুন।
সুরাইয়া পারভীন
আমীন।
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
সপরিবারে ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
আপনি টম। কারণ টম সবসময় বিরক্ত করে।
হা হা।
ভালো থাকুক মা মেয়ের সম্পর্ক।
সুরাইয়া পারভীন
দুজনেই কিন্তু সমান আপু
কেউ কাউকে ছাড় দেই না
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু
দুজনের জন্যই অনেক অনেক ভালোবাসা রইলো। আর ভালোবাসাময় খুনসুটি চালু থাকুক,,,
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
জিসান শা ইকরাম
ভালো লাগলো পড়ে মা মেয়ের এমন খুনসুটি জেনে।
এভাবেই থাকুন দুজন হাসি আনন্দের মাঝে ডুবে।
শুভ কামনা দুজনের জন্যই।
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
নার্গিস রশিদ
মা মেয়ের সুন্দর সম্পর্কের গল্পটা ভালো লাগলো ।