
তুমি আমার স্বপ্ন কন্যা বুকে বাঁধলে ঘর,
বুক থেকে প্রাণ বেরিয়ে গেলেও-
ভাববনা তবু পর।
পাশে থাকলে সুখের স্বর্গ গড়ব দুজন মিলে,
এক সাথে মিশে হারিয়ে যাব-
ঐ আকাশ নীলে।
তুমি আমার প্রেম দরিয়া মন উত্তালের ঢেউ,
পাশে থাকব সারাজীবন জানবেনাতো কেউ।
পাখি হয়ে উড়ব মোরা মন পবনের সাথে,
সুখের নীড়ে প্রাণ মাতাবো-
আঁধার জোৎস্না রাতে।
ভোরে মোরা পড়ব ঝরে স্নিগ্ধ শিশির হয়ে,
সবুজ ঘাসও ধন্য হবে মোদের পরশ লয়ে।
কিছুক্ষণ পর মিশে যাব সূর্য রশ্নির সাথে,
এতেই যদি সুখ পাওয়া যায়-
দুঃখ কিসের তাতে।
দু’জনার সারাটিজীবন কাটবে একসাথে,
মোদের সবাই খুঁজে পাবে ভালবাসাতে।
হব নাকো পর মোরা যতই ঝড় আসে,
কথা দিলাম মরণ এলেও-
থাকব দুজন পাশে।
এক সাথেই মরব দুজন সকল স্বপ্ন এঁকে,
সকল মানুষ অবাক হবে এই দৃশ্য দেখে।
পরকালেও বাসব ভাল করে যাব পণ,
এই দুনিয়ায় ইতিহাস হব আমরা দু’জন।
১০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ সুন্দর প্রেমের কবিতা। আবেগ যেন চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
শামীনুল হক হীরা
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
পপি তালুকদার
অনেক সুন্দর আকাঙ্খা। আশা করি পূর্ণ হোক।
কবিতা টি অনেক ভালো হয়েছে।
মুগ্ধতা রেখে গেলাম।
শামীনুল হক হীরা
I am very proud of you for the comments
শামীনুল হক হীরা
এতদিনে পূর্ণ হয়না,
আর হবেও না।
ধন্যবাদ সতত
স্বপ্ন নীলা
ভিন্ন ধাচের কবিতা, কিছুটা গানের ভঙ্গিমায় লেখা, সুন্দর আর সাবলীল
শামীনুল হক হীরা
I am very happy now just for comments.
আরজু মুক্তা
ভালো লাগলো।
শুভ কামনা
শামীনুল হক হীরা
many many thanks। all the best
রোকসানা খন্দকার রুকু
ভাইয়া বাংলা ব্লগে বাংলা ব্যবহারই মানানসই। শুভ কামনা।