অামি গর্ব করে বলতে পারি অাপনারা এই লেখাটা পুরাটা পড়বেন।
গর্ব করে বলতে পারি অাপনারা কমেন্ট করবে।।
Farjana Jyoti অামার ফেবু বন্ধু। জটিল মায়োপ্যাথি রুগে অাক্রান্ত। ক্লাস সিক্স পর্যন্ত হাঠতে পেরেছে তারপরে অাস্তে অাস্তে নার্ভ দুর্বল হতে হতে সে এখন অার হাঠতে পারেনা। হুইল চেয়ার ব্যাবহার করে।
ফেসবুকের মাধ্যমে তার সাড়াদিন কাটে। সকল শখ, অাহ্বলাদ, স্বপ্ন, ভাবনা, তার বাবাকে ঘিরে।
হৃদয়বিদারক ঘটনা হঠাৎ করে তার বাবাও অসুস্থ হয়ে পড়েছে।
দুটা কিডনিই নষ্ট হয়ে গেছে।
প্রাইভেট কম্পানীতে চাকরী করা ভদ্রলোক এখন অসহায়, মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে। না পারতেছে মেয়ের চিকিৎসা করতে, না পারতেছে মেয়ের চিকিৎসার খরচ চালাতে।
অাপনারা যদি একটু সহানুভূতি দেখান। তবে বেঁচে যেতে পারে একটা প্রাণ। যাকে ঘিরে পঙ্গু হয়ে যাওয়া মায়োপ্যাথি পেশেন্ট অামার বন্ধুর বেঁচে থাকা।
ইভেন্টের লিংক + মিডিয়া কাভারেজের লিংক কমেন্টে দেয়া হলো।
অাপনাদের ইচ্ছা অার অাল্লাহর অশেষ কৃপায় অামরা নিশ্চই জয়ী হবো এ যুদ্ধে।
যোগাযোগেরঃ
ব্যাংক হিসাব নং-
Dilruba Yesmin
W/O – Mr.Golam Rabbani Ferdous
A/C-147.151.20882
Dutch-Bangla Bank Limited
Bashudhara Branch,Dhaka.
bKash No.- 01760529359 (personal)
গোলাম রব্বানী ফেরদৌস C/O-মোঃ শাহিদুর রহমান দেউয়ান বাড়ি, ৪১৮/১(প্রথম তলা),দক্ষিণ মানিকদি ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬ । মোবাইল নং-০১৭৬০৫২৯৩৫৯
Event link https://m2.facebook.com/events/1391751481140579?acontext={“ref”:3}&aref=3
Media update : www.abnews24.com/article.php?details=82261
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
একটা লেখায় যদি শিরোনামেই ভুল হয়,তবে লেখার গুরুত্ব কমে যায়।
ইমন
ইকরাম ভাই
লেখাটা তাড়াহুড়ো করে লেখা। একটা বানানেই লেখাটার গুরত্ব কমে যাওয়ার মত লেখা এটা !
জিসান শা ইকরাম
ছোট একটি লেখা,তারাহুরার কি আছে?
এমন একটি গুরুত্বপুর্ন লেখায় সব দিকেই নজর দেয়া দরকার।
নিজের অতীত অভিজ্ঞতা হচ্ছে,
বিভিন্ন ব্লগে এসব সাহায্য পোষ্ট একসময় সাড়া যোগাতো।কিন্তু কিছু অনাকাংখিত ঘটনায় এমন পোষ্ট আর ব্লগে সাড়া পাওয়া যায় না। ফেইসবুক এজন্য সবচেয়ে ভালো মাধ্যম।ইভেন্ট আয়োজন করে বেশ সফল হওয়া যায়।
নিজে বুক্তিগত ভাবে যা পারি, করবো ইনশ আল্লাহ।
ইমন
হুম…
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সত্যিই প্রশংসনীয় কাজ এ কাজে লোকের সংখ্যা নগণ্য তবুতো কেউ না কেউ এগিয়ে যায়।সাফল্য কামনা করছি।
ইমন
মনির ভাই
দোআ করবেন।