আবর্তন

নীলাঞ্জনা নীলা ১৪ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার, ১১:২২:৪৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২১ মন্তব্য
ভোরের আগমন...
ভোরের আগমন…
অনন্ত পথ পাড়ি দিয়ে সহজ-সরল এক ভোর এলো অবশেষে।
ঘুমের দরোজা বন্ধ করে দিয়ে
আলো নুয়ে ছুঁয়ে গেলো চোখের জানালা।
বেজে ওঠে তানপুরায় ভৈরবী তান
সেই ঝঙ্কারে আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠে প্রকৃতি
হে আগন্তুক,
আসন গ্রহণ করো দিনের এই প্রথম লগ্নে;
ওই দেখো, নতূন এক ভোর সময়ের উঠোনে এসে দাঁড়িয়েছে
দ্বিধাহীন এই পথযাত্রায় সেই তারই পদচিহ্ন!
তপ্ত চৈত্রের এমন উৎসব কবিতা ছাড়া কি মানায় বলো?
কিছুতেই না!
কার আগমনী বার্তা শুনিয়ে যাচ্ছে ঝরা পাতারা?
আগামী ডেকে যাচ্ছে আজকের এই আজকে,
এসো, ধরো হাত।
 চলো যাই এ বছরের গানের অস্থায়ী থেকে আগামীর অন্তরা পেরিয়ে সঞ্চারীতে।
হ্যামিল্টন, কানাডা
১০ এপ্রিল, ২০১৬ ইং।
(3  প্রথম ছবিটি হ্যামিল্টন শহরের ভোর ছোট্ট সেলফোন থেকে তোলা
(3  দ্বিতীয়টি আমার ছেলে নভোনীল তীর্থের। ২০০৮ সালে ও সিলেটের স্কলার্সহোম স্কুলের ছাত্র ছিলো।
-{@  সকলকে বাংলা নববর্ষের হার্দিক শুভেচ্ছা।  -{@
শুভ নববর্ষের শুভেচ্ছা...
শুভ নববর্ষের শুভেচ্ছা…
৫৫৬জন ৫৫৫জন

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ