
এক প্রহরে বন্ধি ছিলাম
নিঃসঙ্গতার ফ্রেমে
তুমি এসে হাতটি ধরলে
আলতো ছোঁয়া প্রেমে ।
কাঠবিড়ালী ছুটোছুটি
দৃষ্টি নেয় কেড়ে
ছায়ায় শীতল লেকের পাড়ে
বেলা যায় বেড়ে ।
সময়ের যেন বাঁধা নাই
চুমে যায় যেন মন
কাক শালিকে ডাকে জাগে
প্রকৃতির শিহরণ ।
লেকের জলে ঢেউ খেলে
শাপলা শালুক ফুলে
শিউলি ফুলের মালা গুঁজি
তোমার খোঁপার’ চুলে ।
ডুবে ডুবে শিকার করে
পান কৌড়ির দল
তোমার কোলে মাথা রেখে
ভাবনা অবিচল ।
সময় ফুরায় সন্ধ্যা নামায়
প্রেম আরো জমে
তুষ্ঠ হয়েছে কে কবে
ভালবাসা কমে ????
~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১২/১০/১৯
ঢাকা
১৬টি মন্তব্য
সুরাইয়া পারভিন
সেই তো কম ভালোবাসায় কি আর তুষ্ট হওয়া যায়
ভালো লিখেছেন
কামরুল ইসলাম
ধন্যবাদ
শুভ সকাল, ভাল থাকবেন
নিতাই বাবু
কে তুষ্ট হলো আর কে হলো না, তা ভালোবাসার জানার দরকার নেই। ভালোবাসা বেঁচে থাকুক সবার মাঝে, সবার অন্তরে।
নিতাই বাবু
আরেকটা কথা জানতে খুবই ইচ্ছে করছে, দাদা। কথা হলো আপনার সুলিখিত এই কবিতার সাথে পোস্টে আপলোড করা মেয়েটার সম্পর্ক কী? যেই সুন্দর কবিতাটা লিখেছেন, কবিতাটা কী এই মেয়েটিকে নিয়ে লেখা? যদি তা হয়, তাহলে খুবই ভালো। আর যদি তা না হয়, তাহলে অবশ্যই জানাবেন পোস্টে মেয়ের ছবি কেন?
কামরুল ইসলাম
লেখার সাথে পোস্টে ছবির কোন সম্পর্ক নাই,
নাই বললেও ভুল হবে, যদি না থাকে তাহলে কেন দিলাম,
নারী মানেই প্রকৃতি, আর প্রকৃতি মানেই মনোরম, মুগ্ধকর,
যেহেতু রোমান্টিক লেখার চেস্টা করেছি, তাই মুগ্ধকর, মনোরম, প্রকৃতি, নারীর ছবি সংযুক্ত করে, রোমান্টিকতা বর্ধিত করার প্রয়াস মাত্র ,
আমি ব্যক্তিগত ভাবে ছবির মালিক কে চিনি না,
আপনাকে সন্তুষ্ট করতে পারলাম কি না জানি না, চেস্টা করেছি ।
ধন্যবাদ, ভাল থাকবেন,
শুভ সকাল সহ
অনেক শুভ কামনা।
কামরুল ইসলাম
তাই থাকবে, অনন্ত কাল ধরে
ধন্যবাদ
নিতাই বাবু
দাদা,একসময় যদি এই মেয়ে আপনার এই সুন্দর কবিতা লেখা পোস্টখানা দেখতে পায়, আর যদি মেয়েটি আপনাকে প্রশ্ন করে “আমার ছবিটা আপনি আপনার লেখার পোস্টে আপলোড করছেন কেন?” তাহলে কী এর জবাব এ-ই থাকবে? না কি জবাবের সাথে আরও অন্যকিছু যোগ হবে? ধন্যবাদ দাদা। ভালো থাকবেন আশা করি।
কামরুল ইসলাম
জবাব এই ই থাকবে,
বেকায়দায় পড়লে ষোল আনা বাঙালী চরিত্রে ডায়লগ, ” সরি ” বলে দিবো,
হাহাহা
জিসান শা ইকরাম
কবিতা ভালো লেগেছে ভাই,
নিজে লেখুন, অন্যদের লেখাও পড়ে মন্তব্য দিন।
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য
চেস্টা করবো সবার সাথে থাকার জন্য
তৌহিদ
আপনি সত্যিই ভালো লেখেন ভাই। লিখুন আরো, আমরা পড়তে চাই।
শুভকামনা রইলো।
কামরুল ইসলাম
আপনাদের ভাল লাগাই আমার প্রেরণা
ধন্যবাদ
অনেক শুভ কামনা ভাই
বন্যা লিপি
কে কবে তুষ্ট হয়েছে
ভালবাসা কমে?
দারুন বলেছেন।
ঠিকই তো একটু পেলে আরো একটু পেতে মন হাত বাড়ায়।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুন্দর মন্তব্য করেছেন,
অনেক শুভ কামনা
চাটিগাঁ থেকে বাহার
সুন্দর সুখপাঠ্য কবিতা, ভালো লিখেছেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
প্রীত্ত হলাম, আপনার সুন্দর মন্তব্যে