আজ এ পথে পিছনের যতোশতো নিঃসঙ্গ মুহুর্তের বিচিত্র ছবিগুলো ভেসে উঠছে
তন্ময় হয়ে বসে ভাবছি, সেই সব অনাবিষ্কৃত গভীরতায় আমি তখন ঢুকে দেখিনি,
আজ এক্ষণে, দেখছি তাকে, শিখছি তাকে।
অধরা সে সময়গুলো আমার, যা মুহূর্তের মধ্যে পালিয় গেছে তা সে আমার চোখের কোনে উজ্জল মুক্তো।
সেই অনাবিল দৃষ্টিটুকু খুঁজি এখন।
আজ রাতের এ বাঁকা আধখানি চাঁদের আলোর পথ ধরে,
তোমার ঘাসবুকের উষ্ণতা নিব, সে এক অলীক স্বপ্ন মোর।
এ ক্ষণটা এখন মোর অতীতের মতো,
অনঢ় অটল নিঃশ্বব্দে বসে আছে বই এর পাতায়।
অসাড় এ মনটাকে বর্তমানের মোহোচ্ছন্ন কারাগির থেকে ছিনিয়ে ঐ বনে যাব,
প্রতিষ্ঠা করব এক স্বর্গ।
দিনের আলোর যে পথ ধরে তুমি চলে গেছো পলক ফেলতেই,
তাতে এক পশলা বৃষ্টির শীতল পরশ ছিল।
যৎসামান্য সে শীতল পরশে ব্যাকুল হয়েছি
কিছু তা তুলে রেখেছি আঁচলের তলে, বই এর পাতায়।
এ রাতে তুমি নেই পাশে,
বই এর পাতায় শব্দের অতল গভীরে তুলে রাখা সে শীতল পরশ তুলে এনেছি।
তোমার এ শীতল পরশে প্রশান্তির আশ্বাস আছে, আছে এক নিরাপদ আশ্রয়।
তুমি ঘুমাও, ঘুমিয়ে পড়ো
কিছু সেই মুক্ত ঘাম ঝরার ক্লান্তিতে,
আমি জাগি, জেগে থাকি চাঁদের আলোয়, বই এর পাতায়, নির্জন এ বনে।
রাতের নির্জনে গা ঘেসে যে পাখি ডেকে যায়,
তাকে বলি,” একটু বসে যাও
সে বলে, তাড়া আছে বেশ,
মেঘের বলো, ছুঁয়ে যাক তোমায়।”
আমি জাগি ভোর হয়, অনিদ্রায় ভোগা এ চোখ ভোরের শিশিরের ফোটার পরশে ভারী হয়,
চোখ মুজে আসে।
,,,,,,মৌনতা রিতু,,,,,
৪/৫/১৭.
১৬টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
তোমার শততম পোষ্টের জন্য অভিনন্দন আপু।
কবিতার ভেতর কি একটা জানি অসম্পূর্ণতা পাচ্ছি। এলোমেলো, খুব বেশি যেনো তাড়া। শুরুটায় মুগ্ধ হয়েছি। ধীরে ধীরে যতো পড়েছি, কেমন জানি অস্থিরতার গন্ধ পাচ্ছিলাম। মন খারাপ হলো আমি এভাবে বলায়? তুমি কিন্তু অনেক ভালো লেখো, আজ তোমার কোনো দোষ নেই। কারণ আমাদের মনের উপর মাঝে-মধ্যে কোনো কন্ট্রোল থাকেনা।
এবারে শোনো তোমাকে যা বলবো, কিংবা,
বলতে চাই, সে কথাটা শোনার সময় হবে কি?
অনেক ভালোবাসি, ভালো থেকো শান্তসুন্দরী আপু। -{@ (3
মৌনতা রিতু
ধন্যবাদ আপু। রাতে ফোনেই লিখেছিলাম। খসড়া করে রাখছিলাম না। সরাসরিই পোষ্ট দিছি।
ভাল থেকো। -{@ (3
নীলাঞ্জনা নীলা
আচ্ছা বুঝেছি। তাই একটু এলোমেলো।
ভালো থেকো আপু। -{@
জিসান শা ইকরাম
শততম পোস্টের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা -{@
ভাল লেগেছে একান্ত অনুভুতি।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাইয়া। সব আপনার দোয়া ও স্নেহ। ভাল থাকুন সব সময়।
ইঞ্জা
অভিনন্দন আপু, শততম পোষ্টটির জন্য, খুব ভালো লাগলো আপনার সুন্দর অনুভূতি গুলো।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাইজু। আপনাদের সকলের এই স্নেহ ভালবাসাই আমার পথ চলার আকাঙ্খা বাড়িয়ে দেয়।
ভাল থাকুন ভাইজু। শুভেচ্ছা রইলো।
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা অবিরত
ছাইরাছ হেলাল
ভাবছি আধখানি চাঁদেই এই অবস্থা, পুরোটা হলে কী না কী হয়ে যেত কে জানে!!
পঞ্চশত পোস্টের আগাম শুভেচ্ছা দিয়ে রাখলাম।
রাতের বাঁকা চাঁদ ভালই আছর ফেলেছে দেখছি। ফেলুক।
স্বর্গ প্রাপ্তির অপেক্ষা করছি আমরাও।
মৌনতা রিতু
আপনার বিজু বনেই ডেকে নিয়ে গেলো।
পূর্ণ চাঁদেও যাব ভাবছি।
ভাল থাকুন।
মোঃ মজিবর রহমান
দারুন! মনের গহীনে চাওয়া পূর্ণ হোক। আপনার লেখায় মুগ্ধতা বাড়ছে। ভাল থাকুন আপু।
মৌনতা রিতু
অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন
শুন্য শুন্যালয়
শততম পোস্টেও ঘাসবুক? কই একটু আমাগোর সবার কথা কইয়া পোস্ট দিবা তা না। 🙂
মজা করলাম ভাবীজান। শততম পোস্টের জন্য এত্তো এত্তো অভিনন্দন। কতো দ্রুতই না তোমার একশো পোস্ট হয়ে গেলো। এই সেদিন এলে যেন।
আধখানি চাঁদের বনে খুশিতে আটখানা হলাম তোমার এ সাফল্যে। লেখো অনেক অনেক ভাবীজান। পাশে থেকো। -{@
লেখাটি কিন্তু সুন্দর হয়েছে।
মৌনতা রিতু
ধন্যবাদ সোনা। লিখব একদিন সবার কথা। আমার ডায়রীর পাতা একদিন খুলে রাখব সবার সামনে। সেদিন যদি চোখে জল আসে দোষ নেই কিন্তু।
কেমন আছো। -{@ (3
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শত তম পোষ্টে অভিনন্দন -{@ লেখাতো লেখা নয় মুক্ত ছড়ানো (y)
মৌনতা রিতু
অনেক ধন্যবাদ ভাই। এমন করে পাশে থাকবেন। ভাল থাকবেন। শুভকামনা রইলো।