
ছেড়ে যেতে চায় না
প্রচলিত বাক্যটাও মনের খুব তলানিতে
দাঁড়িয়ে আছে বিলবোর্ড, মৌমাছি আর ফুল
লাগোয়া দুটো জীবনের চিত্র আঁকিবুঁকি দেয়ালে।
সেই ইতিহাস শুনবে-
এক সময় অতর্কিত আমার উড়োউড়ি
স্বৈরাচারী বাতাসে বারবার আহত দিন
বঞ্চিত ক্ষোভে পেলে আসি সেই তাঁকে
যাবতীয় অতীত তুলে তাঁর জমজ ফুলে
মৌমাছিটা তোমার এখন সুখেই থাকে।
এসো, একদিন প্রেক্ষাগৃহে দেখবে-
না বলা রূপালী পর্দায় ফুলের পরম প্রশ্নচিহ্ন
-ওই, আদরের স্ত্রীলিঙ্গ কী? ছেড়ে কি চলে যাবে?
নেত্রকোণা, ময়মনসিংহ
১৬টি মন্তব্য
মাহবুবুল আলম
ভাল লাগলো!
নাজমুল হুদা
নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া 💞
রাফি আরাফাত
অন্যরকম কিছু।
ভালো লাগলো
নাজমুল হুদা
নতুন বছরের শুভেচ্ছা ভাই 💞
সুরাইয়া পারভীন
চমৎকার উপস্থাপন
ভালো লাগা রইলো
নাজমুল হুদা
নতুন বছরের শুভেচ্ছা আপু
সুপর্ণা ফাল্গুনী
আদরের স্ত্রীলিঙ্গ! প্রেক্ষাগৃহে কি সত্যিই না বলা রুপালি পর্দা দেখা যায়? সুন্দর হয়েছে। শুভেচ্ছা ও শুভকামনা রইলো শুভ নববর্ষের
নাজমুল হুদা
জীবন থেমে থাকে, কেউ না কেউ শুন্যতা ঢেকে দেয় কল্পনার চেয়েও শক্তি নিয়ে।
না দেখা গেলেও অনুভব করা যায় আপু।
নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও
ছাইরাছ হেলাল
মৌ এর মাছিরা সুখেই থাকে, সে পেক্ষাগৃহে যাক বা না যাক।
শুভেচ্ছা নব বর্ষের।
নাজমুল হুদা
সব ফুল মৌমাছির অর্থ বুঝে না , কিছু ফুল সঠিক মৌমাছি ঠিকই চিনে তাই ছেড়ে দিতে চায় না।
নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া
ফয়জুল মহী
অপূর্ব শব্দশৈলিতে চমৎকার সৃষ্টি l
নাজমুল হুদা
নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া 💞
জিসান শা ইকরাম
সুন্দর কবিতা,
নতুন বছরের শুভেচ্ছা জেনো 🌹 🌹
নাজমুল হুদা
নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া 💞
সাবিনা ইয়াসমিন
স্ত্রীলিঙ্গ মনেহয় না যাবে। গেলে এমন কবিতা পাবে কই!
নতুন বছরের শুভেচ্ছা নিও
ভালো থেকো 🌹🌹
নাজমুল হুদা
সব ফুল মৌমাছির অর্থ বুঝে না , কিছু ফুল সঠিক মৌমাছি ঠিকই চিনে তাই ছেড়ে দিতে চায় না।
আমিও চাই না ফুল থেকে মৌমাছি ছিটকে পড়ুক।
নতুন বছরের শুভেচ্ছা প্রিয় আপু 💕