আত্মাহুতি

হালিম নজরুল ১৫ নভেম্বর ২০২০, রবিবার, ০৯:৫০:০৪পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

একদিন কেউ বলেছিল নিজেকে বদলে নাও,
তুমি বদলালেই বদলে যায় চিত্র, বিশ্বব্রহ্মাণ্ড।

অতঃপর  তারাগুলো খসে পড়ল,
কক্ষচ্যুত হল ব্ল্যাকহোলে থাকা অসংখ্য গ্রহাণু।

কিন্তু এমনকি কাম্য ছিল কারও?

পৃথিবী বলল, তার প্রয়োজন আরও কিছু সময়।
তবে কি প্রয়োজন পরমায়ূ ; আরও!

অথচ আয়ূ যত দীর্ঘায়িত হয়,
তার চেয়ে প্রলম্বিত সূর্যের ভাঁজ,
আর তার ভাঁজে ভাঁজে নীরেট অন্ধকার।
আলোদের এ এক অপ্রত্যাশিত আত্মাহুতি;
এ যেন সন্তর্পনে এক নতজানু প্রস্থান।

৮৮৮জন ৭৪৩জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ