
যতটা পথ চলি, দুর দুরান্তে ~
ততটা ধারণ করে বহন করি, অন্তস্থলে ~
সম্পুর্ণই আচ্ছন্ন করে রেখেছো, চিন্তায় চেতনায়, কর্মকাঠামোতে ~
এই টান নিবিড় আলিঙ্গন করে, হৃদয়ে সহবাসে ~
রন্ধে রন্ধে ছুঁয়ে যায়, মনের গভীরে ~
প্রস্ফুটিত হই, সুবাস বিলাই, যথারীতি ~
স্বপ্ন বুনি আকাশের বুকে, চিত্ত বর্ণীলে ~
জেগে উঠি, নিস্তব্ধতা ভাঙি, জোনাকির আলোতে ~
ডানা মেলে উড়ি, পানকৌড়ির দলে ~
কাছে চাই, একান্তীয় পাশে, স্নিগ্ধ কোমলতায় ~
ভোরের শিশির ভেজা উষ্ণতায় ~
মৃদু হাওয়ায় কাঁশ ফুলের শুভ্র দোলে ~
নিজেকে খুঁজে ফিরি, মায়া ভরা চোখের দৃষ্টিতে ~
অহর্নিশি কাটে আমার, পরম একাকীত্বে ~
নতুন নতুন রুপে তোমায় সৃষ্টিতে ।।।
~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৪/০২/২০২০
বি বাড়িয়া
১৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আত্নলিপি নিয়ে হাজির হয়ে মুগ্ধ করলেন। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন
কামরুল ইসলাম
একটু ব্যস্ততায় ছিলাম আপু,
তাই এতো দিন এসতে পারিনি,
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা আপু
ত্রিস্তান
চমৎকার আত্মলিপি লিখলেন। কবিতা ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
হালিম নজরুল
জেগে উঠি, নিস্তব্ধতা ভাঙি, জোনাকির আলোতে ~
ডানা মেলে উড়ি, পানকৌড়ির দলে ~
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
কামাল উদ্দিন
এতো এতো নতুন সৃষ্টির পরও একাকিত্ব?
কামরুল ইসলাম
একাকীত্বেই ডুবে থাকি সর্বদা,
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়
ফয়জুল মহী
অসাধারণ লেখা। ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
ইসিয়াক
ভালো লাগা ছুঁয়ে গেল প্রিয়।.
নিরন্তর শুভকামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
মনির হোসেন মমি
আত্মলিপি।প্রিয়া যেন বুঝতে পারে এই আত্মলিপির কথা।চমৎকার হইছে বর্ননায় উপমাগুলো বাক্যের যথাস্থানে সঠিক প্রয়োগে মুগ্ধ। বাক্যের শেষে ….চিহ্নগুলো কী ভাইয়া।
কামরুল ইসলাম
ধন্যবাদ
(~) এই চিহ্ন গুলো লাইন পৃথকীকরণের জন্য ব্যবহার করা হয়েছে,
কোন প্রকার অর্থ প্রকাশ করেনি
আলমগীর সরকার লিটন
চমৎকার লেখেছেন কবি দা
অনেক শুভ কামনা জানাই————-
কামরুল ইসলাম
ধন্যবাদ