আত্মনিয়োগ

মুহম্মদ মাসুদ ৪ ডিসেম্বর ২০১৯, বুধবার, ১২:৫৪:২৯অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

 

ভালোবাসাবাসি!
ভরে দিও প্রেমপত্রের ঠোঙায়।
খানিকটা জমে থাকুক মুঠোফোনের ছোঁয়ায়।

আদরটুকু!
মিশে থাকুক শরীর ভেজা ঘামে।
ঠোঁট রসের গন্ধ পাই পুরোনো চিঠির খামে।

প্রতিচ্ছবি!
ভেসে উঠুক গোটা দেহের পর্দায়।
চাহনিটুকু বন্দী হোক শরীরের উষ্ণতায়।

প্রতিরূপ!
গেঁথে থাকুক আয়না কাঁচের ফ্রেমে।
চুল দাঁড়িতে গিটঠু লাগুক একটু মরমে।

 

ছবিঃ ফেসবুক থেকে নেওয়া।

৪৯২জন ৩৭৮জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ