তোমাদের পাড়ায় এখন আর যাওয়া হয়না, তুমি আসার অনুরোধ করোনা বলে, কদাচিৎ বন্ধুদের আমন্ত্রণ উপেক্ষা না করতে পারলে ঢু মেরে যাই প্রিয় সে পথে, অবাক হলে!! তোমাদের পাড়া বললাম তাই? কি করবো বলো সেখানে আমার পরিচয় কয় জন ই বা জানে, যারা জানত না, চিনত না তারা যে আমার আর তোমার প্রেমকাহিনী জানে , সেভাবেই পরিচয়।
বন্ধুরা হাসি ঠাট্টা করে বলত আব্দুস সোবাহান রোডের নাম পরিবর্তন করা প্রয়োজন, কেউ চিনেনা বন্ধু, কিন্তু তোদের প্রেম কাহিনী এলাকায় গেছে রটে। নাম টা কি তবে হৃদয় ……. রোড করেই ফেলব? মুখে সিগেরেট নিয়ে, উদাসী চোখে আকাশে তাকিয়ে করে ফেল বলেছিলাম, পরদিন ঘুম থেকে উঠে দু চোখ কপালে, কাগজে বড় করে লেখা হৃদয় সুস্মিতা রোড, আব্দুস সোবাহান নামের স্থলে। বুঝতে পারলাম পাগল গুলুকে অনুমতি দিয়ে ভুল টা করেই ফেলেছি।
আজ সে ঘটনার পঞ্চ বছর শেষ হলো। যদিও সে কাগজ ছিড়ে ফেলেছিলাম সেদিন।
হুট করে যোগাযোগ থেমে গেল আমাদের, বন্ধুরা বলেছিলো তুমি সৌন্দর্য হারিয়েছো, কিন্তু আমি দেখলাম না, হয়তো প্রেমিকের চোখে প্রেমিকা আজীবন সুন্দর এর শ্রেষ্ঠ সুন্দর কথাটা সত্য বলে। যদিও তখন তুমি আমার প্রেমিকা নউ, এলাকার সিনিয়র এক ভাই এর বউ।
বেশ রোগাক্রান্ত মনে হলো বললাম শুকিয়ে গেছো অনেক, বলেছিলে এক গ্লাস পানি ঢেলে দাও, ভিজে যাবো, তার আজ তৃতীয় বর্ষপূর্তি হলো। অবাক হচ্ছ না? এই তারিখের আরেকটি ঘটনা তবে মনে করিয়ে দেই …….
ফোনে বিজি থাকা কেন্দ্র করে মুঠোফোনে সে ঝগড়ার এক পর্যায়ে বলেছিলাম তুই কেমন মেয়ে তা জানা হয়ে গেছে।
উত্তরে ঠান্ডামাথায় বলেছিলে, হ্যা গো জানই তো আমি সে নষ্ট পাড়ার মেয়ের মত, কথাটা বলেই চুপ
আমি তখন আরো উত্তেজিত হয়ে গলার আওয়াজ বাড়িয়ে বলেছিলাম আমার দেবী নিয়ে বাজে কথা বললী কেন? আর কোনো দিন দেবী নিয়ে কথা বলবিনা, জানতে চাইলে দেবী কে? তুমি কি হাসছো এখন? হা হা হা যাই হোক অই যে বললাম তুই যে আমার দেবীর প্রতিমা রে সুস্মা।
সুস্মিতা সে ঘটনার আজ সাত বছর হলো, এই স্মৃতি যতদিন নিউরন আটকে রাখবে ততদিন যে তোমায় ভুলতে পারবোনা সুস্মিতা।
২৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এটি কিন্তু বেশ লুতুপুতু টাইপ হয়েছে।
হা হা। বেশ তাড়াহুড়ো ছিল কি?
হৃদয়ের স্পন্দন
লুতুপুতু তো কিছুটা রইলোই, না তাড়াহুড়ো ছিলোনা, তবে সুতোর বাধায় অমোঘ নিয়তির টান ছিলো
প্রহেলিকা
ভাই ভুলিতে হইবে ভুলিতে হইবে, মনে রাখিয়া জ্বালা বাড়ানোর পক্ষে আমি না। জীবনের প্রথম সেশন ১৯৯৯ থেকে ২০০৪ মে মাস, তারপর ২০০৫ মার্চ থেকে ২০০৭ জানুয়ারী, তৃতীয় সেশন ২০০৭ জুন থেকে ২০০৭অক্টোবর। চতুর্থ সেশন ২০০৮ মার্চ থেকে ২০০৮ ডিসেম্বর পঞ্চম এবং শেষ সেশন ২০০৯ এপ্রিল থেকে ২০১৪ জানুয়ারি, কিন্তু কোনো কিছুই মনে নাই।
কোন সেশনের কথা বলছি তা কিন্তু নিজেই জানি না, অযথা ভুল করেও ভুল কিছু বুঝিবেন না। যদি না বুঝেন তাহলে চুপ করে থাকায় উত্তম আর বুঝিলেও চুপ করে থাকিতে হইবে।
হৃদয়ের স্পন্দন
চুপ থাকা ছাড়া উপায় নেই, এত সেশন!!! তা ভাই জট টা লেগেছিলো কার জন্য?
জিসান শা ইকরাম
ভুলে যাবার দরকার নেই
থাকুক সে হৃদয়ের গহীনে।
হৃদয়ের স্পন্দন
থাক তবে, ভেসে আসুক চোখের সমীকরণের স্রোতে
শাহানা আফরিন স্বর্ণা
ভালবাসা আর পাওয়ার কোন সম্পর্কে নেই। না পাওয়ার সাথেই তার যত সম্পর্ক! পেলে আজ এ কাহিনী অন্য রকম হত। বৌ এর জালায় তিক্ত হয়ে তিক্ততার গল্প লিখতেন 😀 😀
থাকুক সে প্রেম চির সবুজ হয়ে (3
হৃদয়ের স্পন্দন
খারাপ বলেন নি, মেয়েরা বিয়ের আগে ফুলদানি হাতে, বিয়ে পর ঝাড়ু, হা হা হা বেচেঁ থাক ভালবাসা
ভালো থাকুন
শাহানা আফরিন স্বর্ণা
আমি এ প্রেমময় পোস্টে আপনাদের কীর্তিকলাপ আর শুরু করতে চাই না। আপনারা এত ভাল বলেই ঝাড়ু হাতে নিতে হয়!
আপনিও ভাল থাকবেন :v
হৃদয়ের স্পন্দন
ইট ফিরিয়ে নিলাম, পাট কেল টা বাসায় নিয়া যান 🙁
লীলাবতী
স্মৃতি বড়ই কষ্ট দেয়।
হৃদয়ের স্পন্দন
আপু বেদনাদায়ক স্মৃতি আপনিও বয়ে বেড়ান? গাতি সে কাহিনী জানতে চায়
নীলাঞ্জনা নীলা
ভালো লিখেছেন।স্মৃতি ধরে রাখুন যতনে।
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ আপু
বৃষ্টিহত ফাহিম
এত আবেগ কেন রে? ভালো লেগেছে।
হৃদয়ের স্পন্দন
আবেগ আর কি ধাক্কায় ধাক্কায় গড়াগড়ি খায়
স্বপ্ন নীলা
হৃদয়ের গভীরে বাস করুক সে—- ভালবাসা জেগে থাকুক
হৃদয়ের স্পন্দন
আচ্ছা আপু
নুসরাত মৌরিন
😀
যত তাড়াতাড়ি ভুলবেন ততই ভাল।নয়ত খামোখাই স্মৃতিতে হৃদয় এফোঁড় ওফোঁড় হবে।
কি দরকার এত দুঃখ পোষার?তারচেয়ে বরং পাখি কিংবা বিড়াল ছানা পুষূন। 😀
হৃদয়ের স্পন্দন
আমার যে খাচার নেই পাখির জন্য. বাড়ি নেই বিড়ালের জন্য, অন্তর টা কেবল ছিলো দুখের জন্য, সেটাও মৃত প্রায়।
ওটা এমনি
মূল জবাব
চেষ্টা অব্যাহত
বনলতা সেন
স্মৃতি দেখছি খুবই বেদনাময়।
হৃদয়ের স্পন্দন
জ্বি আপু
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পুরোন সম্পর্ক ভূলা যায় না।সুন্দর গল্পটি -{@
ব্লগার সজীব
স্মৃতি 🙁 ;(
শুন্য শুন্যালয়
এক স্মৃতির আঁধারে কত স্মৃতি আলোর মুখ দেখলোনা রে ভাই। দুদিনের দুনিয়া। যদিও আমি পরজনমে বিশ্বাসী 😀
হৃদয়ের স্পন্দন
সজীব ভাই স্মৃতি 🙁
হৃদয়ের স্পন্দন
পরজন্ম ইশ যদি জাতিস্মর হতে পারতাম 🙁