আজ ভাইয়ার জন্মদিন।

রিতু জাহান ২৫ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ০৮:২০:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

আমার লেখালেখির হাতেখড়ি দুচন মানুষের প্রচন্ড উৎসাহ দিয়েই শুরু।

আগে লিখতাম কাগজবুকে। লিখে তা আলমারিতে পড়ে থাকতো। কিন্তু সেটাকে ঘষেমেজে বার বার উৎসাহের আলো জ্বেলে তাতে সোনার আলো ফেলেছে ভাইয়া আর রুনা ভাবি।

আমি কতো যে যন্ত্রনা দিয়েছি ভাইয়াকে লেখা নিয়ে সেটা একমাত্র আমি জানি। ভাইয়া তা মনে রাখেনি কখনো।

ব্লগে আরো অনেক অনেক ব্লগার আছে সবাই তার স্নেহ ভালবাসা পেয়েছে কম বেশি। কিন্তু আমার প্রতি ছিলো অন্যরকম স্নেহ।

আমি আমার জীবনে পাওয়া ভালবাসাগুলোকে আগলে যেমন রাখতে পারি না তেমনি তার ঋণও শোধ করতে পারি না।

আমি অনেক বিষয়ে আনাড়ি টাইপ। ফেসবুক পেজ, ব্লগিং ব্রাউজিং বিষয়ে। তাই ভাইয়াকে খুব যন্ত্রণা দিতাম।

আসলে সব অনুভূতি প্রকাশের যে বিশেষণ তা আমার কম। আমার প্রকাশ ক্ষমতা কম।

ভাইয়ার জন্মদিনে বা ভাইয়া সম্পর্কে লিখতে গেলে আমি প্রকাশ করতে পারব না।

শুধু ভালবাসা আর আমি এমন ঋনি থাকতে চাই।

সুস্থ থাকুন সব সময় ভাইয়া।

৯১৫জন ৯১৪জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ