
ফুটন্ত পলাশের দিনে অম্লান রঙ ছড়িয়ে
শিমুল বনের মায়া ছাড়িয়ে,
শীতার্ত কৃষ্ণচুড়ার আমন্ত্রণে
এসেছে ফাগুন,
প্রজ্জ্বলিত-প্রভাবিত আগুনে..
গাছে-গাছে ফুলেদের কাছে
বনে-বনে পাখিদের কলরবে,
এসেছে ফাগুন, বসন্তের গানে..
চির সবুজ বসন্ত আজ লেপ্টে রবে
অংশীদার কামনার বাণে,
যেমন করে থাকে চাঁদ
জোছনা-নদীর আলিঙ্গনে..
বসন্তের এই বেলায়,
ভয় নেই প্রবল চৈত্র-ক্ষরায়,
স্রোতস্বিনীর বাধ ভেঙেছে
ফাগুন রঙা উত্তালতায়..
★★ আজ ফাগুনের দিন। ভালোবাসার রঙে রঙ্গিন হবার দিন। সোনেলা পরিবারের সবাইকে পহেলা ফাগুনের শুভেচ্ছা 🌹🌹
★★ ভালোবাসার সপ্তাহ মতে আজ চুমু দিবস। শুভেচ্ছা ও শুভ কামনা আজকের দিনের জন্যেও 😉
★★ যদিও ক্যালেন্ডার বদলে গেছে,আমি ফাগুনকে স্বাগতম জানিয়েছি ১৭ ঘন্টা আগে। সাথে কিস ডে’র শুভেচ্ছা। এখন যুক্ত হলো ভ্যালেন্টাইন!!
আহা কি আনন্দ আকাশে বাতাসে.. হ্যাপি ভ্যালেন্টাইন ডে 😍😍
২৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
বসন্তের ফাগুনকে খুব ভালো ভাবেই গ্রহন করলেন কবিতায়।
আপনাকেও ফাগুনের শুভেচ্ছা।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আপনাকে।
বসন্তের প্রথম লগ্ন শুভ হোক,
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
বসন্তের প্রথম দিনে বাসন্তীয় শুভেচ্ছা ও শুভকামনা রইলো। সুন্দর হয়েছে কবিতা। ধন্যবাদ আপু
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ সুপর্ণা,
বসন্তের সব দিন শুভ হোক আপনারও 🙂
শুভ কামনা ❤❤
আরজু মুক্তা
বাসন্তী শুভেচ্ছা।
আর সকল ব্লগারদের জানাই অগ্রিম প্রাণঢালা ভালোবাসা
সাবিনা ইয়াসমিন
ফাগুনের প্রথম দিনে বসন্ত এসেছে ভালোবাসা নিয়ে..
শুভ কামনা ও ভালোবাসা রইলো,
হ্যাপি ভ্যালেন্টাইন ডে-
ফয়জুল মহী
শুভেচ্ছা সতত। ♥️♥️♥️
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই।
ফাগুনের শুভেচ্ছা নিন 🌹🌹
কামাল উদ্দিন
গন্ডগোল বাধিয়ে দিলেন তো আপু, পত্রিকায় তো দেখছি আজ ৩০ মাঘ। চুমু দিবসের শুভেচ্ছা 😀
সাবিনা ইয়াসমিন
সমস্যা নেই ভাই, সব এক সাথে পালন করে ফেলুন। লাভবান হবেন 😀😀
কামাল উদ্দিন
এসব আমার কখনো পালন করা হয় না আপু
সুরাইয়া পারভীন
পহেলা ফাল্গুনের শুভেচ্ছা রইলো।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
আপনাকেও ফাগুনের শুভেচ্ছা।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ফাগুনের শুভেচ্ছা আপনাকেও দাদা 🌹🌹
ছাইরাছ হেলাল
আগুন-পলাশ-শিমুলের দিনে
তৃষিত/তৃষ্ণার্ত কৃষ্ণচূড়ার ফাঁদে,
কে কোথায় আত্মাহুতি দিয়েছে
কে জানে!
সাবিনা ইয়াসমিন
কেউ জানুক বা না জানুক, মহারাজের জানা চাই-ই। আত্মহুতি মনে হয় দিবে না, চিপায়-চাপায় গিয়ে হুতি পরে থাকতে পারে 😀😀
ইসিয়াক
আপনাকেও ফাগুনের শুভেচ্ছা।
শুভকামনা জানবেন।
সাবিনা ইয়াসমিন
ফাগুনের শুভেচ্ছা নিন ইসিয়াক ভাই,
সাথে শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
আহা কি আনন্দ আকাশে বাতাসে.. হ্যাপি ভ্যালেন্টাইন ডে 😍😍
দিদি ফাল্গুনী শুভেচ্ছা রইলো, ফুলে ফুলে ভরে উঠুক আপনার হৃদয়।
সাবিনা ইয়াসমিন
ফাগুনের শুভেচ্ছা রইলো দাদা,
নিরন্তর ভালোবাসায় আপনার ভুবনও ভরে উঠুক,
শুভ কামনা 🌹🌹
বন্যা লিপি
ফাগুন এসেছে বনে বনে…….সবগুলো দিবসের দিবসের ভালবাসা তোমাকে ময়না।💕💕💕💕❤❤
সাবিনা ইয়াসমিন
বাসন্তী ভালোবাসা তোমাকেও সখী,
খুব ভালো থাকো সব ফাগুনে ❤❤
নিরব সাগর
সুন্দর উপস্থাপন
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ নিরব,
ফাগুনের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো 🌹🌹