আজকে নিশান হাওয়ায় ওড়ে শান্ত ও শ্বেত;
আজকে তুমি নীলাভ সাগর উর্বরা ক্ষেত।
আজকে দেখি তোমার ছবি নতুন করে,
আজ দেবে কি নতুন সুরুজ মিষ্টি ভোরে?
আজকে তুমি নতুন করে—
চোখের তারায় স্বপ্ন আঁকো ,
আজ বিরহ নদীর বুকে—
বাঁধাই কর নিবিড় সাঁকো।
আজকে হবে দুঃসাহসী অকুতোভয়!
আজকে হবে শুধুই আমার; আর কারো নয়!
আজকে জাগুক মানবতার সফেদ মনন ,
হোক না তোমার অহংকারের শেষ বিকেলে আত্ম হনন।
আজকে তোমায় ইচ্ছেমত সপ্তরঙে রাঙিয়ে দেব, আসল নাকি নকল তা ঠিক বাজিয়ে নেব ,
বাজিয়ে নেব।
————————–0 0————————-
***(অতীতকালের একটি কবিতা)***
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আজকে আমরা বিড়াল মারবোই, অহংকার ভেঙ্গে।
এই মাত্রই ভাবতেছিলাম, কবিতার জন্য তাগাদা করবো।
হালিম নজরুল
যা সব আবোল-তাবোল লিখি, এসব নিয়ে অহংকার করার দুঃসাহস নেই গো কবি। তবে আপনাকে ভালবাসার অহংকার করতেই পারি।
ফয়জুল মহী
মননশীল অভিব্যক্তি । পড়ে অভিভূত হলাম
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয়।
আতা স্বপন
আজ ষোল আনা তোমাকেই চাই।
আজ তোমাকে নিয়েই স্বর্গ পেতে চাই।
হালিম নজরুল
ভাল থাকুন সবসময়।
সুপায়ন বড়ুয়া
“আজকে তোমায় ইচ্ছেমত সপ্তরঙে রাঙিয়ে দেব,্
আসল নাকি নকল তা ঠিক বাজিয়ে নেব ,
বাজিয়ে নেব।”
সকল কিছু বাজিয়ে নেয়াই উত্তম।
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
ঠিক দাদা। কিন্তু বাজিয়ে নেওয়া হয় কই!
প্রদীপ চক্রবর্তী
ভালো লাগলো দাদা।
মুগ্ধতা রেখে গেলাম
হালিম নজরুল
ধন্যবাদ দাদা।
সুপর্ণা ফাল্গুনী
আজকে তোমায় ইচ্ছেমত সপ্তরঙে রাঙিয়ে দেব,্আনসল নাকি নকল তা ঠিক বাজিয়ে নেব ,বাজিয়ে নেব। দারুন লাগলো। ভালো থাকুন
হালিম নজরুল
আপনার ভাল লেগেছে জেনে প্রেরণা পেলাম।
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা, সত্যি পড়ে মুগ্ধ হলাম।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা আপু।
জিসান শা ইকরাম
আসল নাকি নকল তা বুঝতে পারা খুবই কঠিন।
বাজিয়ে নেয়ার চিন্তাটা দারুন হয়েছে।
শুভ কামনা।
হালিম নজরুল
হা হা হা….
চিন্তা সঠিক হলেও বাজিয়ে নেওয়া হয় না ভাই।
শামীম চৌধুরী
শুরু থেকেই আপনার, হেলাল ভাই, সূপর্না দিদিভাই এর কবিতা ভাল লাগে। তার মধ্যে হেলাল ভাইয়ের কবিতার শব্দার্থগপলি বিঝার জ্ঞান আমার নেই। বুঝতে হলে আবার জন্মাতে হবে।
আরনার ছন্দ মাখানো বাক্যের চরনের নৃত্যগুলি আমাকে কবিতার সাথে ধ্রুপ্রদী নৃত্যে মাত্য়ে তুলে। শুভ কামনা রইলো কবির জন্য।
হালিম নজরুল
আপনার মত মানুষেরা না থাকলে লেখার উতসাহ হারিয়ে ফেলতাম ভাই। লাভ ইউ।
তৌহিদ
অল্প সময়ের জন্য হলেও প্রেমিকাকে নিজের মত করে পাওয়ার আনন্দের চেয়ে বেশিকিছু আর হতে পাতেনা। চমৎকার কবিতা পড়লাম ভাইয়া।
শুভকামনা সবসময়।
হালিম নজরুল
প্রেরণা বাড়ানোর জন্য ঋণী রইলাম ভাই।
আরজু মুক্তা
কেমনে যে বাজিয়ে নিবেন? আজকাল চেনাই কঠিন
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ
সপ্তরঙে সাজিয়ে আসল নকল
চেনা যায় নাকি ভাইয়া!!