ভালোতে নেই,মন্দেও
কবিতায় নেই, ছন্দেও
উপন্যাসে নেই, গল্পেও
অধিকে নেই, অল্পেও।
শান্তিতে নেই, যুদ্ধেও
ভুলে নেই, শুদ্ধেও।
মিথ্যায় নেই, সত্যেও
স্বর্গে নেই, মর্ত্যেও।
বৃন্তে নেই, বৃত্তেও
ভাবনায় নেই, চিত্তেও।
বাহিরে নেই, ভিতরেও।
প্রশ্নে নেই, উত্তরেও।
আমা’তে নেই, তোমা’তেও
আঁধার কিংবা আলোয়
সাদা অথবা কালোয়
আছে নেই কোথাও।
৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ধরি মাছ , না ছুয় পানি।
অরুনি মায়া অনু
কোথাও তো দেখছি নেই। খুঁজুন পেয়ে যেতেও পারেন।
ইকরাম মাহমুদ
নেই নেই শুনতে শুনতে দেখতে দেখতে গুনতে শুরু করেছি ইতোমধ্যেই
আছে নেই,