আচানক রৌশন

ছাইরাছ হেলাল ২৮ অক্টোবর ২০১৫, বুধবার, ০৯:৫৫:৪০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৪ মন্তব্য

তির তিরে চোরা স্রোতের অবগাহনে স্রোতস্বমান জলের ধারা,
ইচ্ছেরা ভেসে রয় অজানা বন্দরে আনন্দের হাত ধরে,
চির চির করে গেঁথে যাওয়া হৃদয় নিয়ে, হে অসমাপ্ত জীবন;
জেগেছ আবার অবাক করা গোলাপ বেলির সুবাসে!
স্ব-কালে মাতি দুর্বার যৌবনে ভিন্ন রূপে ভিন্ন সাজে বুক ঢাকা জ্যোৎস্নার আলোক উৎসবে,
এসো এসো হারাই এ অবগাহনে, বধিবে আমায় আমুলপ্রণয়ে,
অকারণ কারণেও ভালোই লাগে ভাবতে, আকাশের বুকে ঝুলে থাকা মুখবিম্বটুকু
জ্যোৎস্নার তাজে মধ্যরাতের পূর্নিমা স্থির, অস্থির বিলাসী স্বপ্ন গৃহত্যাগের উন্মুখতায়।
নড়ালেই যদি, সমগ্রে নড়াতে?
দারুচিনি দ্বীপ হারিয়ে শোক-দ্বীপে তীর্থ করি,
তবুও ভাবি দাঁড়াবে জীবন জীবনের পক্ষে এক রত্তি হলেও।

মেহজাবিন কে, আবার ও।

৫২৯জন ৫২৯জন
0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ