আগুন এবং আমি

হালিম নজরুল ২৮ মে ২০২১, শুক্রবার, ০৮:৪৪:১২অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

একটা লোকের ঘর পুড়ে যায়, একটা মানুষ পোড়ে,

একটা লোকের ঘরের উপর ধূসর ধোঁয়া ওড়ে।

একটা লোকের মন পুড়ে যায়, যায় পুড়ে ঘর-দ্বোর

একটা লোকের পুড়ছে দুপুর-সন্ধ্যা-সকাল-ভোর।

 

কারোর ঘরটা লাভার উপর, মৃত অগ্নিগিরি,

কারো ঘরে বাইরের আগুন চালায় দাদাগিরি।

কারোর ঘরে তুষের আগুন জ্বলছে ধিকি ধিকি,

কারোর ঘরে-বাইরে আগুন, আগুন চারিদিকই।

 

কেউ পুড়ছে সংসারে, আর কেউ পোড়ে ডান-বামে,

কারো পোড়ার আগাম খবর আসছে হলুদ খামে।

ঘরে আগুন, বাইরে আগুন, আগুন মনের ডালে,

সকাল-বিকাল পোড়ায় আগুন, আগুন সন্ধ্যাকালে।

 

পুড়ছে সকল মানুষগুলো, পুড়ছে প্রতিদিনই,

পোড়ায় যে বিষ, আগুনটাকে আমরা কি আর চিনি!

মানুষ পোড়ে, ঘর পুড়ে রয় তপ্ত মরু ধু ধু,

সুখেই আছি এই পৃথিবীর একলা আমি শুধু।

৯৫৪জন ৮৫৪জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ