
একটা লোকের ঘর পুড়ে যায়, একটা মানুষ পোড়ে,
একটা লোকের ঘরের উপর ধূসর ধোঁয়া ওড়ে।
একটা লোকের মন পুড়ে যায়, যায় পুড়ে ঘর-দ্বোর
একটা লোকের পুড়ছে দুপুর-সন্ধ্যা-সকাল-ভোর।
কারোর ঘরটা লাভার উপর, মৃত অগ্নিগিরি,
কারো ঘরে বাইরের আগুন চালায় দাদাগিরি।
কারোর ঘরে তুষের আগুন জ্বলছে ধিকি ধিকি,
কারোর ঘরে-বাইরে আগুন, আগুন চারিদিকই।
কেউ পুড়ছে সংসারে, আর কেউ পোড়ে ডান-বামে,
কারো পোড়ার আগাম খবর আসছে হলুদ খামে।
ঘরে আগুন, বাইরে আগুন, আগুন মনের ডালে,
সকাল-বিকাল পোড়ায় আগুন, আগুন সন্ধ্যাকালে।
পুড়ছে সকল মানুষগুলো, পুড়ছে প্রতিদিনই,
পোড়ায় যে বিষ, আগুনটাকে আমরা কি আর চিনি!
মানুষ পোড়ে, ঘর পুড়ে রয় তপ্ত মরু ধু ধু,
সুখেই আছি এই পৃথিবীর একলা আমি শুধু।
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আমাদের প্রিয় লেখককে আমাদের প্রিয় আঙ্গিনায় ফিরে পেয়ে খুউব ভালো লাগলো। এখন থেকে নিয়মিত লিখুন, পাশেই থাকুন। এই আগুন যেন আপনার গায়ে না লাগে।সুখে আছেন, সুখেই থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন
হালিম নজরুল
আমার মঙ্গল কামনার জন্য আপনাকে ধন্যবাদ।
স্বপ্নীল মেঘ
“পুড়ছে সকল মানুষগুলো, পুড়ছে প্রতিদিনই,
পোড়ায় যে বিষ, আগুনটাকে আমরা কি আর চিনি!
মানুষ পোড়ে, ঘর পুড়ে রয় তপ্ত মরু ধু ধু,
সুখেই আছি এই পৃথিবীর একলা আমি শুধু”।
কয়েকটি লাইন, এক জীবনের অর্থ বহন করে।
খুব ভালো লাগলো। আরো লিখুন। শুভকামনা।
হালিম নজরুল
অফুরান শুভকামনা রইল।
আরজু মুক্তা
আমাদের সোনেলার ছন্দের যাদুকর।
এই রকমি সবাই। কেউ পোড়ে বাহিরে। কেউ ভিতরে।
আর সুখ তো আপেক্ষিক।
ভালো থাকুন সবসময়
হালিম নজরুল
হায় হায় কি বলেন!
আপনিও ভাল থাকুন সবসময়।
আলমগীর সরকার লিটন
বেশ চেতনামূলক প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল
হালিম নজরুল
ধন্যবাদ ভাই
জিসান শা ইকরাম
বিভিন্ন ভাবেই মানুষ পোড়ে,
যন্ত্রনা প্রায় একই।
অনেকদিন পরে দেখলাম আপনাকে ভাই।
শুভ কামনা।
হালিম নজরুল
ভীষণ ব্যস্ততা সবার থেকে পর করে দিয়েছে ভাই।
সাবিনা ইয়াসমিন
আগুনে পুড়েই সোনা খাঁটি হয়,
কেউ পুড়ে নিজেরে পোড়ায়,
আপন জনম সার্থক করতে মানুষও হয়তো পুড়ে খাঁটি হয়। অন্তরের ধ্বিকিধ্বিকি আগুন মানুষকে বাঁচিয়ে রাখে।
দীর্ঘদিন পর ব্লগে এলেন। স্বাগতম নজরুল ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
দোয়া করবেন যেন সাথে থাকতে পারি।
হালিমা আক্তার
প্রতিনিয়ত আমরা পুড়ছি । কখনো পুড়ে পুড়ে খাঁটি হই, কখনো বা ছাই। চমৎকার ছন্দের কবিতা। শুভকামনা।
হালিম নজরুল
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
রোকসানা খন্দকার রুকু
বাপরে অতো আগুন, ভয় পাইছি। তবে খুশি হয়েছি আপনার আগমনে। ধন্যবাদ ভাইয়া
হালিম নজরুল
এমন সুন্দর মন্তব্য পেয়ে আমারও ভাল লাগছে।