
আকাশে বাতাসে ভাসছে মায়ের ত্রিনয়নী চিত্রালী,
মানসলোকে কৈলাসের জলছবি করেছে মিতালী।
শরতের ঝুঁটিতে পেঁজা তুলোর মেঘবালিকা ,
হাওড়-বিলের সন্তরণে পদ্ম-শালুক দুলছে আত্নভোলা।
টিয়া রঙের শাড়িতে কলাবউ ঘোমটা তুলে নৃত্যরত,
চিকন ঘাসের ডগায় ঘাসফড়িং খেলছে অবিরত।
সফেদ শিউলি গৈরিক বসনে সেজেছে-শরতের রাণী,
গোধূলির আবির-ছটায় সন্ধ্যা-আরতিতে উমার আগমনী।
হিজলের ঘন-শাখে বনময়ূরী নাচে পেখম তুলে,
বাড়ির আঙ্গিনা সুবাসিত হিমঝুড়ি, ছাতিম, মাধবী ফুলে।
পাখির কলকাকলিতে মুখরিত বন-বনান্তরে,
শিশিরভেজা ভোরের দূর্বাঘাসে মায়ের হাসি ঝরে।
উলুধ্বনি, শঙ্খ, কাঁসর , ঢাকের বাদ্যে হাসছে পার্বতীর ঘরখানি,
কুমোরের হাতের স্পর্শে সাজবে মহিষাসুর মর্দিনী।
মুড়ি-মুড়কি, মিঠাই, মন্ডা, নাড়ু, লুচি, শুক্তো, পায়েস;
আবাল-বৃদ্ধ-বণিতা পেট পুরে খেয়ে করবে আয়েস।
ধরণীর আবক্ষে জরা-ব্যাধি, অনাচার, অশুভ শক্তি যত,
মায়ের আগমনে সব জঞ্জাল হবে পদদলিত।
তমাল তলে বাঁশরিয়ার বাঁশি বাজে সুমধুর উদাসী সুরে,
মায়ের আশীর্বাদে মর্তবাসী হারাবে আনন্দের জোয়ারে।
ছবি-গুগল
২৮টি মন্তব্য
তৌহিদ
আপনাকে অগ্রিম অভিনন্দন দিদিভাই। লাড্ডু পায়েস আমার ভাগে মিলবেতো?
শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। 😋😋 ঈশ্বর ভরসা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অফুরন্ত। শুভ সকাল
সুপর্ণা ফাল্গুনী
প্রতম হবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইল 🌹🌹
তৌহিদ
ভালো থাকুন আপু।
সামশুল মাওলা হৃদয়
সুন্দর লিখেছেন আপু, শুভ কামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
শারদীয় অগ্রীম শুভেচ্ছা আপনাকে। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন
মোঃ মজিবর রহমান
ধরণীর আবক্ষে জরা-ব্যাধি, অনাচার, অশুভ শক্তি যত,
মায়ের আগমনে সব জঞ্জাল হবে পদদলিত।
এই প্রত্যাশা রেখে গেলাম দিদি।
সুপর্ণা ফাল্গুনী
আমাদের সবার প্রত্যাশা এটাই তা যেন পূরণ হয়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ইঞ্জা
কুমোরের হাতের স্পর্শে সাজবে মহিষাসুর মর্দিনী।
ধরণীর আবক্ষে জরা-ব্যাধি, অনাচার, অশুভ শক্তি যত,
মায়ের আগমনে সব জঞ্জাল হবে পদদলিত।
তমাল তলে বাঁশরিয়ার বাঁশি বাজে সুমধুর উদাসী সুরে,
মায়ের আশীর্বাদে মর্তবাসী হারাবে আনন্দের জোয়ারে।
শুভকামনা আপু, অগ্রিম শুভেচ্ছা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। শারদীয় অগ্রীম শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন
ইঞ্জা
আপনাকেও অগ্রিম শারদীয় শুভেচ্ছা আপু
আলমগীর সরকার লিটন
আগাম অনেক অনেক শুভেচ্ছা কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য ও আগাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আরজু মুক্তা
শারদীয় শুভেচ্ছা।
মলা, মুড়কি, লাড্ডু। অনেকদিন খাইনা!!!
সুপর্ণা ফাল্গুনী
আপনাকেও শারদীয় শুভেচ্ছা। 😋😋 । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। ধন্যবাদ আপু
খাদিজাতুল কুবরা
দিদি ভাই আগাম শারদীয় শুভেচ্ছা রইল।
শব্দের কারুকাজ খচিত কবিতা খুব ভালো লিখেছেন।
খুব ভালো লাগলো।
জ্বরা ব্যাধি সব ধুয়ে যাক, নতুন দিনের আলোর পথ উন্মুক্ত হোক।
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য ও অগ্রীম শারদীয় শুভেচ্ছা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
রেজওয়ানা কবির
আগাম শুভেচ্ছা, আশা করি ভালো কাটবে আপনার পূজা। পরিবারসহ ভালো থাকেন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য ও অগ্রীম শুভেচ্ছা। একরাশ শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
দেবী আগমনীর সুন্দর বর্ণনা লেখাটিতে ঝরে পরছে।
পূজোর ভোগের কথা শুধু বাদ গেছে!!
সুরাইয়া পারভীন
কিটো ফিটো করেন তো বেশ
তাইলে ভোগের দিকে মন ক্যান শুনি😁😁
ছাইরাছ হেলাল
দেবীর প্রসাদ বলে কথা, কিটো কিছু মনে করবে না, পূজো টাইমে।
সুপর্ণা ফাল্গুনী
আপু নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে এটা ভুললে চলবে না। ভাইয়া যেহেতু কিটো ডায়েটে আছেন তাই ওটাই খুঁজবে সবার আগে। ধন্যবাদ আপনাকে
সুপর্ণা ফাল্গুনী
আহারে ভুলে গেছিলাম ভাইয়া। পূজোর ভোগটা না থাকলে পূজার মজাটা পানসে হয়ে যায়। অন্য কোন লেখায় আশা করি সেটা নিয়ে লিখবো। ধন্যবাদ ভাইয়া। শারদীয় অগ্রীম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। হেমন্তের শীতল পরশ ছুঁয়ে যাক কবির তারুণ্যকে।
সুরাইয়া পারভীন
চমৎকার শব্দের ঝংকারে দেবীর আগমনীর বন্দনা।আগাম শারদীয় শুভেচ্ছা দিদিভাই
ভালো থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের এতো সুন্দর সুন্দর অনুপ্রেরণায় ধন্য হয়ে যাই আপু। আপনার জন্য ও আগাম শারদীয় শুভেচ্ছা রইলো। ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন
রোকসানা খন্দকার রুকু
লাড্ডু মুড়ি মুড়কি চাই। আপনার কবিতার মত।
শুভ কামনা দিদিভাই।
আগাম শুভেচ্ছা রইল।
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা ঠিক আছে আপু। আপনার জন্য ও শুভকামনা রইলো। আগাম শুভেচ্ছা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম