তুমি যদি ধরো আমার হাত।
তোমায় এনে দেবো আকাশের চাঁদ।
যদি বৃষ্টি উপভোগে থাকো সঙ্গে।
মন ভরিয়ে দেবো বর্ণিল রংগে।
যদি সংগি হও ডিংগি নৌকায় সাগর পাড়ি দিতে।
সুখের দরিয়া পাড়ি দেব চাঁদের আলো ঝলমলে রাতে।
জ্যোৎস্নার রাতে সবাই যায় বনে।
আমি তোমার বুকের উত্তাপ নেব সংগোপনে।
ফুলবাগানে ভ্রমর ছুটে চলে এ ফুলে ও ফুলে মধুর আশায়।
আমি তোমার মনের ফুলের বাগান চষে বেড়াবো আমৃত্যু ভালবাসায়।

৬৫৪জন ৫৪২জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ