আকাশচারীর স্বপ্ন বিলাস

ছাইরাছ হেলাল ৩০ অক্টোবর ২০১৫, শুক্রবার, ০৮:০২:৩৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৫৮ মন্তব্য

অচেনা পাখির ঠোঁটে কথার ঘুঙ্গুর সীমাহীন রেখার মত,
হে উন্মুখ প্রত্যাশা, কিছু একটা ব্যবস্থায় যাব নিশ্চিত;
কাঁটাবৃষ্টির ফাঁক গলে, প্রশমন ঢেলে জিরিয়ে নেব ওবেলায়
বিরক্তির কাপুরুষতা ভেঙ্গে নিষ্ঠুরতার বদচলন এড়িয়ে;
অস্বস্তির ভূভাগে নয় আকাশচারীর স্বপ্ন বাগানে
গন্ধ সাজাচ্ছ আপন মনে,
আড়াল হিজাবে
কে তুমি?

নীহারিকায় প্রণয় আলোর গুঞ্জন, প্রত্যাবর্তন শুধুই অসম্ভব অতীত,
হারানোর ভয় হারিয়েছে সে কখন, অকথিত শব্দ ভাণ্ডারে বিশাল বুদবুদ,
সংগোপনের গোপন প্রণয়ের অন্তরআরতিতে ঘৃতের অবাধ স্পর্শে
মাতাল হয়েছ এ ফাগুন, সময়ের কাছ থেকে অসময়ের নির্জন প্রত্যাহার
এঁকে দেয় রহস্যের হুড়োহুড়ি।

৫২০জন ৫১৯জন

৫৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ