
সব সময় একই রকম চা খাওয়া হয়। হয় রং চা নয় দুধ চা অথবা সবুজ চা। এই খেয়ে খেয়ে চায়ের প্রতি অরুচি এসে গেছে। তো একদিন ভাবলাম এমন একটা চা বানাতে হবে যাতে দুধ থাকবে আবার রং চায়ের স্বাদও থাকবে ষোলো আনা। যেই ভাবা সেই কাজ।
পাত্রে পরিমাণ মতো পানি দিলাম। তারপর তাতে দুটো সাদা এলাচ, দুটো দারুচিনি স্টিক, দুটো তেজ পাতা, চার/পাঁচটা লবঙ্গ আর দুই চা চামুচ চা-পাতা দিয়ে ঢেকে চুলা জ্বালিয়ে দিলাম। অন্য দিকে দুধ জাল করে বেশ কিছুটা ঘন করে নিলাম। চা-পাতাসহ পানি ফুটিয়ে এলে ছেকে কাপে নিলাম। এবার তাতে আগে থেকে ঘন করে রাখা দুধ মিশিয়ে নিলাম।
আমার সমস্ত রান্না আগে যে চেখে দেখে সে আমার তিতলী সোনা। তিতলী যদি শোনে আমি দুধ চা বানাচ্ছি তবে সে কিচেন থেকে সরে না। এই ফাঁকে আমিও একটু জ্বালাই তাকে। শুধু একবার বলতে হবে তোমাকে দেবো না। ব্যস কান্নাকাটি শুরু। পরে অনেক সেধে সেধে হাতে পায়ে ধরে খাওয়াতে হয়। ওর পছন্দের খাবার হলেই আমার মজা করতে ইচ্ছে করে। সে যা হোক এবার আসল কথায় আসি।
মেয়েকে বললাম আম্মু খেয়ে দেখো তো কেমন হয়েছে। সে মুখে দিয়ে বললো আম্মু এটা তো আইসক্রিমের মতো হয়েছে। তারপর আমিও মুখে দিয়ে দেখলাম সত্যিই তো! একদম আইসক্রিমের মতো হয়েছে। আগে পনেরো টাকা দামের একটা আইসক্রিম পাওয়া যেতো। যেটাতে মসলার ফ্লেভার থাকতো। ওই আইসক্রিম আমাদের খুব পছন্দ ছিল। দিনে দুটো তিনটে খেয়ে নিতাম। এখন আর পাওয়া যায় না। আইসক্রিমের নাম মনে নেই। তিতলী প্রায় প্রায় বলে আম্মু আইসক্রিম চা খাবো। দাও না বানিয়ে। এরপর থেকে এই চায়ের নাম হলো আইসক্রিম চা। স্বাদ বদলের জন্য সপ্তাহে দুদিন বানাই এই আইসক্রিম চা
আইসক্রিম চায়ের ছবি
৩০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বেশ তো টেস্ট তো আছেই। সব তিতলির উপর ছাড়রে হবে! নিজেও টেস্ট করুন।
সুরাইয়া পারভীন
অনেক ধন্যবাদ রইলো
ভালো থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
হ্যাঁ আপু ভালো আছি আপনিও ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
যাক গরম গরম আইসক্রিম চা বানানোর রেসিপি পেলাম,
বুলেট ছাড়া অন্য কফির আয়োজন করেন।
সুরাইয়া পারভীন
হুম নতুন কিছু বানানোর চেষ্টা করায় যায়
একটু ব্যস্ততা কমুক
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
দারুণ তো।
রেসেপি জানা হলো, দিদি।
একদিন নিশ্চয় টেস্ট করে দেখতে হবে।
সুরাইয়া পারভীন
অবশ্যই দাদা
অসাধারণ খেতে এই চা
অনেক অনেক ধন্যবাদ রইলো
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
নাজমুল আহসান
আপনার বাড়ির ঠিকানা বলেন। এরপর শ্বশুরবাড়ি গেলে আপনার আইসক্রিম চা খেতে চলে আসব।
সুরাইয়া পারভীন
জয়পুরহাট পূর্ব সবুজ নগর
সুরাইয়া পারভীন
জয়পুরহাটে এলেই জানান দিয়েন। আমার গৃহে আপনাদের স্বাগতম জানাতে পারলে ভালো লাগবে ভাইয়া।
নাজমুল আহসান
আমার শ্বশুরবাড়ি আরাফাতনগর। এই শহর তো দেখি নগর দিয়ে ভর্তি 😀
হালিমা আক্তার
খুব সুন্দর নাম দিয়েছেন আইসক্রিম চা। রং চায়ের সাথে দুধের মিশ্রন ভালোই লাগে। আমার এক ছাত্রী আমাকেকে বানিয়ে খাইয়েছে। প্রথম অবাক হয়েছিলাম। দেখলাম স্বাদ ভাল। শুভ কামনা রইলো।
সুরাইয়া পারভীন
আইসক্রিম চা নাম দিয়েছে আমার একমাত্র তনয়া। সত্যিই এই চা খেতে অসাধারণ হয় আর আমার কন্যা ভীষণ পছন্দ করে। অনেক অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রেজওয়ানা কবির
অনেকটা কোল্ড কফির মত,,৷ মা মেয়ের মিষ্টি সম্পর্ক অটুট থাকুক।।।। শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
জী কোল্ড চা একদিন বানান খাই। সুরাইয়ার চা দেখে লোভ হচ্ছে ভীষণ।।।।
সুরাইয়া পারভীন
রুকু আপু চলে আসুন জয়পুরহাটে
নয়তো আমিই যাবো কুড়িগ্রামে
আপনারে গরম গরম আইসক্রিম চা বানিয়ে খাওয়াইতেে😁😁
সুরাইয়া পারভীন
গরম গরম আইসক্রিম চা রেজোওয়ানা আপু 😁😁
অনেক অনেক ধন্যবাদ রইলো
ভালো থাকুন সবসময়
আরজু মুক্তা
চা ছাড়া জীবন চলে না। ভালো লাগলো রেসিপিটা
সুরাইয়া পারভীন
অনেক অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আলমগীর সরকার লিটন
চমৎকার স্বাদিই আলাদা আপু
সুরাইয়া পারভীন
অনেক অনেক ধন্যবাদ রইলো
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মনির হোসেন মমি
আইসক্রীম স্বাদ
নতুন নামকরণ!!
লোভনীয় পোস্ট।আফসোস বাড়ায়।
সুরাইয়া পারভীন
মেয়ে নাম করণ করেছে ভাইয়া
অনেক অনেক ধন্যবাদ রইলো
ভালো থাকুন সবসময়
সঞ্জয় কুমার
গরম গরম আইসক্রিম চায়ের স্বাদ নিতে মন চাইছে
সুরাইয়া পারভীন
আপনাদের গরম গরম আইসক্রিম চা খাওয়াতে পারলে আমারও ভালো লাগতো দাদা।
অনেক অনেক ধন্যবাদ রইলো
ভালো থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
ঠান্ডা আইস্ক্রিম আমার খুব প্রিয়! গরম গরম আইস্ক্রিম (চা) খেতে কেমন লাগবে ভাবছি 🤔
তবে যেহেতু এটা আপনার আবিস্কার তাই খেতে খারাপ হবে না এটা শিউর।
আরও রেসিপি চাই 🙂
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
আমার আবিষ্কার বলে নয়
এই চা আমাদের দারুণ লেগেছে
আশা করছি এটা সবারই ভালো লাগবে
একবার খেয়ে দেখতে পারেন আপু
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো চমৎকার মন্তব্যের জন্য
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ❤️💖❤️
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার এক্সপেরিমেন্ট এবং ফলাফল — আইসক্রিম চা। “স্বাদ বদলের জন্য সপ্তাহে দুদিন বানাই এই আইসক্রিম চা’ । একঘেয়ে জীবনে কিছু পরিবর্তন তো চায় সবাই। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
একদম তাই। আজ ছিল আইসক্রিম চা খাওয়ার দিন।
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুস্থ আর ভালো থাকবেন এ প্রত্যাশাই রইল।