
আঁধার ভেঙে দেখা দিলো নতুন আলোর রবি।
শোষণের মাঝে লুকিয়ে ছিলো স্বাধীনতার ছবি।
বহু দিনের অপমানের আর শোষনের বঞ্চনা।
ক্রমে ক্রমে রুপান্তরিত হলো মুক্তির চেতনা।
সীমার বাঁধন অতিক্রমে গর্জে উঠলো জাতি।
বাঁধার বিন্ধ্যাচল পেরিয়ে এলো, নতুন প্রভাতি।
লড়াই হলো রক্ত নিলো পাক সেনাদের দল।
বুকের মাঝে বইলো ব্যথা চোখে অশ্রুজল।
সেই রক্ত জলে শপথ নিলো, দৃপ্ত তরুনেরা,
সর্বোচ্চ ত্যাগে জীবন দিলো বীর মুক্তিসেনা।
লক্ষ মা বোনের অপমানের অসহ্য শোকগাঁথা ,
শুনতে লাগে বুঝি এ এক অবাস্তব রূপকথা।
রূপকথা নয় রূপকথা নয় এই তো স্বাধীনতা
বাংলা মায়ের জন্মকালীন কষ্টের শোক গাঁথা।
২৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বাহ্, স্বাধীনতা নিয়ে বাস্তবতা আপনার লেখায়।
লিখুন নিয়মিত।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।
শুভসকাল ।
সুপর্ণা ফাল্গুনী
অসম্ভব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া
ইসিয়াক
ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিদি।
সুরাইয়া পারভিন
রূপকথা নয় রূপকথা নয় এই তো স্বাধীনতা
বাংলা মায়ের জন্মকালীন কষ্টের শোক গাঁথা।
চমৎকার এবং সত্য উপস্থাপন
দারুণ লিখেছেন
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো আপু্
সুপায়ন বড়ুয়া
“আঁধার ভেঙে দেখা দিলো নতুন আলোর রবি।
শোষণের মাঝে লুকিয়ে ছিলো স্বাধীনতার ছবি।”
আলোর মাঝে স্বপ্ন দেখি
বিজয়ী বীর কবি !
অনেক ভালো. শুভ কামনা।
ইসিয়াক
ধন্যবাদ ও শুভকামনা রইলো দাদা।
জিসান শা ইকরাম
স্বাধীনতা এভাবেই এসেছে,
ভাল লেগেছে ছন্দবদ্ধ কবিতা।
ইসিয়াক
অনেক ধন্যবাদ ভাইয়া ।
কৃতজ্ঞতা রইলো্ ।
জিসান শা ইকরাম
পোস্টের মধ্যে দেয়া ছবি ‘ফিচার ছবি ‘ হিসেবে দিন। বিভাগের নিচেই ‘ ফিচার ছবি নির্বাচন করুন ‘ এর সবুজ লেখায় ক্লিক করুন। এতে লেখা ভাল দেখাবে। অন্য সবাই ফিচার ছবি হিসেবে দিচ্ছেন।
শুভ ব্লগিং।
ইসিয়াক
আন্তরিক মন্তব্যে মুগ্ধতা।
শুভকামনা রইলো ভাইয়া।
সৈকত দে
দারুণ উপস্থাপন। খুব ভালো লাগলো।
ইসিয়াক
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
নুরহোসেন
অসাধারণ লিখেছেন গুরুজী।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ রইলো ছোট ভাইয়া
নুরহোসেন
শুভ কামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য কাব্যকথন।
আঁধার ভেঙে দেখা দিলো নতুন আলোর রবি।
শোষণের মাঝে লুকিয়ে ছিলো স্বাধীনতার ছবি।
ভালো লিখলেন দাদা
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
সাবিনা ইয়াসমিন
রূপকথা নয় রূপকথা নয় এই তো স্বাধীনতা
বাংলা মায়ের জন্মকালীন কষ্টের শোক গাঁথা।
কষ্টের বিনিময়ে পাওয়া স্বাধীনতা অমর হোক।
কবিতায় ভীষণ ভালো লাগা রইলো কবি 🌹🌹
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আপু।
কামাল উদ্দিন
খুবই চমৎকার ছন্দে আমাদের স্বাধীনতার গল্প শুনিয়ে গেলেন ইসিয়াক ভাই।
ইসিয়াক
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো কামাল ভাই।
কামাল উদ্দিন
শুভেচ্ছা