
বিরহ আর বিরহ
হাহাকার তারেই চাই
ক্ষত বুকে তত।
হোক প্রাপ্তি
যাক ঘুচে না পাওয়া
আসুক বুকে শান্তি ।
কাদা কি মাটি
শরীর নষ্ট অতি কষ্ট
পৌষ শীত আড়ষ্ট।
চামড়া উঠে ফাটে রক্ত
ব্যাথা মধ্যিকানে মন পাজোরে
দুখ যাতনা সইতেই।
লাইন চলে গেথে
ফুলগুলি ফুটছে ফালগুনেই
চক্ষু চাহনী ঐ।
মন দিল পাক থাক
খোদা দিবে গুনা মাফ
জিবন হোক পুর্ণময়।
আলতো ছুয়ে দাও
ক্ষনিকের দাড়িটাও ধমকে যাও
যাবে ভরে মনটাও।
মানব যন্ত্র কুমন্ত্র
খাচ্ছে নিজেরই মাংস
ঝড় হানবেই আঘাত।
জন্ম যেথা লাথি!
বেজন্মা বুঝ নারী
আনছে ধরায় তোরে।
দিছনা কষ্ট কাউরে
কষ্ট হানবে বুঝবি
নায় ক্ষমা পাপ।
আল্লাহর শাস্তি কঠিন
সইতে না পারবি
জ্বালা আর জ্বালা।
২৩টি মন্তব্য
আরজু মুক্তা
ঠিক বলেছেন। অন্যকে কষ্ট দিলে, নিজেও ভালো থাকেনা।
মোঃ মজিবর রহমান
হ্যা আপু অন্যকে কষ্ট দিলে নিজের দিলেই ফিরে আসবেই। তা যখনই হোক। শুভেচ্ছা রইল।
আলমগীর সরকার লিটন
সুন্দর মনের ভাবনাগুলো অনেক শুভ কামনা কবি মজিবর দা
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি শুভেচ্ছা লিটন ভাই। অনুপ্রেরণামুলক বাক্যে।
ফয়জুল মহী
অতুলনীয় ভাবনায় নিখুঁত প্রকাশ।
মোঃ মজিবর রহমান
মাহী ভাই আপনার লিখা পড়েতে ইচ্ছা জাগে । ধন্যবাদ পড়আর জন্য ভাই।
শামীম চৌধুরী
অন্তহীন জ্বালা।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ আল্লাহর কাছে গুনাহ মাপের জন্য প্রার্থনা ছাড়া উপায় নাই।
সাবিনা ইয়াসমিন
হেমন্তকালে ফাল্গুনী ফুল ফুটিয়ে দিয়েছেন!
পাপ কাউকে ছাড় দেয় না। পাপীর বিচার একদিন ঠিকই হয়।
অসুন্দর পঙতিমালা, নামের সাথে লেখায় মিল রেখেছেন ভাইজান।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
মন দিল পাক থাক
খোদা দিবে গুনা মাফ
জিবন হোক পুর্ণময়
চমৎকার লিখেছেন ভাইয়া
মনির হোসেন মমি
কবি তার অসুন্দর পঙতিমালায় চমৎকার কিছু বাক্য তুলে ধরেছেন যা জীবন ইহকাল পরকাল পাপ পূর্ণ্যের কথা বলে।চমৎকার।
সুপর্ণা ফাল্গুনী
অসুন্দর মানে অনেক সুন্দর পংক্তিমালা। পাপ-পূর্ণের বিচার করে সবাই যদি চলতো তাহলে এতো দুঃখ, কষ্ট থাকতো না। বিচার হবেই তবে কখন , কোথায় , কিভাবে হবে কারো জানা নেই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো। শুভ সকাল
মোঃ মজিবর রহমান
আপু আমি স্রষ্টা / আল্লাহকে বিশ্বাস করি মনে প্রাণে আর আমাদের কবরে পুণরায় জিবিত করে বিচার হবে আত্বার তাঁর প্রতিও।
সেখানে আমার হাত, পা চোখ আমার হয়ে স্বাক্ষী দেবেনা। তারাও বলবে আমাকে দিয়ে করানো হয়েছে।
তাই সেটা যদি অন্তরে মনে প্রানে জাগ্রত করি আমরা তবে কেউ পাপ, খারাপ, অন্যায় করার ইচ্ছায় জাগবেনা ভয়ে, শাস্তির ভয়ে।
শুভেচ্ছা রইল আপু।
ছাইরাছ হেলাল
অ-সুন্দর পংতিমালা হলেও কিছু সুন্দর কথা লুকিয়ে আছে।
মোঃ মজিবর রহমান
অশেষ ধন্যবাদ আপনাকে। আমিও মুগ্ধ আপনি পড়াতে।
ধন্যবাদ কবি।
রোকসানা খন্দকার রুকু
**নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটি জিনিসের ব্যাপারে তিলতিল করে হিসাব নেবেন**- হাদিসের কথা।
আমরা মনে করি না কিংবা হয়ত জানিও না॥ তবে জানা এবং মানা দুটোই উচিত।
শুভ কামনা ভাই।
মোঃ মজিবর রহমান
নিশ্চয় আল্লাহ হিসেব নেবেই আপু। ভাল থাকুন।
তৌহিদ
দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ করতে হয়। কাউকে কষ্ট দিলে নিজে সুখে থাকা যায়না এটাই বাস্তব।
সুন্দর লিখেছেন ভাই।
মোঃ মজিবর রহমান
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
উর্বশী
অন্যকে কষ্ট দেয়া মানে নিজের জন্য কষ্টের পাহাড়ের জায়গা তৈরি করা। সব কিছুই আল্লাহ পাক নির্ধারণ করেন,তার উপর ছেড়ে দেয়াই শ্রেয়। লেখায় গভীরতা আছে ভাইয়া অনেক। ভাল থাকুন,শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
আপনাকেউ অনেক অনেক ধন্যবাদ আপু। সুন্দর বলেছেন অন্যকে কষ্ট দিয়ে কষেটের পাহাড় হয়। পড়ার জন্য।
সাখাওয়াত হোসেন
কাউকে কষ্ট দিয়ে কখনও শান্তি পাওয়া যায় না।
একদিন সে কষ্ট নিজেকে ভোগ করতে হয়।
দারুণ মনোমুগ্ধকর লেখনি হে সুপ্রিয় কবি।
মোঃ মজিবর রহমান
সঠিক বলেছেন প্রিয় ভাইয়া। কাউকে কস্টহ নয় দিই ভালোবাসা।