অ-বোধ্য নিরুপণ- কথোপকথন

বন্যা লিপি ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার, ১০:৪০:৩৭অপরাহ্ন অণুগল্প ৯ মন্তব্য

ভরদুপুরের ছায়ায় হাঁটছে কিছু নয় অনেকগুলো ধুলোর মিছিল।মিছিলে আওয়াজ থাকার কথা ছিলো, অথচ নিরবে বয়ে যাচ্ছে প্রতিবাদের  কতগুলো দীর্ঘশ্বাস। টেলিস্কোপের প্রচার কেন্দ্রের বাইরে যাত্রি ছাউনীতলায় অপেক্ষারত সময়ের বাহক। বাঁ পাশের গলির ভেতর  থেকে বেরিয়ে আসে মধ্যদুপুর। দুজনেই এই প্রথম মুখোমুখি হওয়ার বিস্মিত রোদের উৎসব পালনে উন্মূখ।

 –কিছু বলব…

: কী?

— ভাবছি…সহজ স্বীকারোক্তি করেই যাব

: বলে ফেলো…

— সহজ নয় যদিও সহজে সহজ কথা…

: এত পেঁচাচ্ছ কেন? শুধু শুধু কালক্ষেপন

— আচ্ছা!!…..

: হুম!! 

— আমি বললেই বুঝবে তোমরা?

: এখানে আমি ছাড়া আর ত কেউ নেই! তাহলে “তোমরা” বলছ যে?

— এই তো! দেখলে-বুঝলে? এই সহজ কথাটাই বুঝলে না।  বুঝলেনা, আসলে তুমি একা নও, তুমি মানে তোমার সাথে সাথে সমষ্টিগত জনতা থাকে তোমাকে ঘিরে….. আমার কথা কেবল শুধু মাত্র আমার একার নয়, যেমন তোমার একার জন্যেও নয়……. তাহলে?

: আসলেই! তোমার সহজ স্বীকারোক্তি তুমিই বোঝো.. তাহলে আর দোষ দেবে কাকে কাকে?

— সেখানেই আমার ব্যর্থতা….জানো!!

: আমি শোনার জন্য সময় নিয়েছি সময়ের কাছ থেকে…..তুমি বলো, বুঝি বা না বুঝি, তোমার গলার স্বর থেকে নিসৃত শব্দের পিপাসু আমি….

— হা হা হা .।… আমার কন্ঠস্বরের পিপাসা তোমার? জানতাম না তো! যদি এমন হতো! এ কন্ঠস্বর বজ্রকন্ঠ হতো! তবে বড় ভালো হত বলো!

: অতশত বুঝিনা….. বুঝিনা যেমন তোমারে… শুধু বুঝি ভালোলাগে তোমাকে….

— ওহে নবীন যুবক! সামলাও নিজেরে…. এই বুঝি আসন্ন ঝড়ের পূর্বাভাষ…. এখানে মেঘে মেঘে বেলা ফুরবার চলছে আয়োজন…. তুমি পাহাড় দেখোনি? সে বড় নিশ্চুপ মৈণাকের ধ্যানে নিজেকে রেখেছে অটল…… 

: তাতে কী? পাহাড়ের উচ্চে চিরহরিৎ বসন্ত…. আমার আকাঙ্খা সে বসন্ত ছুঁয়ে যাবার, 

— আজ আর বলা হলোনা আমার সহজ স্বীকার্য না বলা কথা, উঠি তবে আজ।

: এখনই ? বলেছিলাম থেকে যাও আজ সারাবেলা…আরো কিছু বলতে চেয়েছি তোমাকে শুনবে না?

— আচ্ছা, বলে দেখো, আমি মিলিয়ে দেখি মেলে কিনা, আমি যা ভাবছি, তুমি তা বলছো কিনা!

: এই তো আবার গুলিয়ে ফেললাম…

— কি হলো?

: তুমি একটু চুপ থাকতে পারো তো! তোমার কন্ঠস্বরে আমার গোছানো আয়োজন ভেস্তে যেতে থাকে, আমি শুধু ভুলে যাবার আগে বলে দিতে চাই…….

— আচ্ছা, ক’টা বাজে বলোত?  তুলসী তলায় প্রদীপ জ্বলে ওঠার অপেক্ষায় সন্ধ্যা নামছে ধীরে…. পাখিরাও ডানা মেলেছে নীড়ে ফেরার তরে…. আমাকে বলে গেছে, এখন ঘরে ফেরার সময় হয়েছে….. আবার সুযোগ পেলে যখন আসব এখানে! আমায় ধরে রেখো তোমার বুকে সমাধি গড়ে……

মধ্যদুপুর  চারদেয়ালের ভেতরে ফিরে আসে একটুকরো রোদ পেছনে রেখে।

৯৫৭জন ৮৩১জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ