তানজির খান ডিসেম্বর ১, ২০১৫ at ১১:৫৪ অপরাহ্ন জীবনের মায়া খুব সংজ্ঞাহীন। সব কিছুতেই পিছু টান। সবকিছুই লাশ আবার সবকিছুই জীবন। জীবনের কাছে পরাজিত হোক নিথর দেহ।
লীলাবতী ডিসেম্বর ২, ২০১৫ at ১২:১৯ পূর্বাহ্ন এই দেহ শুধুই দেহ বেঁচে থেকেও লাশ ঘর……. ভালো লেগেছে দাদা ভাই।
অরুনি মায়া ডিসেম্বর ২, ২০১৫ at ১:৪০ পূর্বাহ্ন আসলে পরিস্থিতি অনেক কিছুই ভাবতে শেখায় | জীবনে যখন ফাগুনের রং তখন মাটির দেহের অনেক মূল্য, আবার জীবন যখন জলন্ত শশ্মান দেহ তখন জীবন্ত লাশ |
প্রলয় সাহা ডিসেম্বর ২, ২০১৫ at ৩:১৬ পূর্বাহ্ন একটা কথা না বললেই নয়। এই কবিতার নাম ও লেখা একটা জীবন্ত মানুষের।
অরুনি মায়া ডিসেম্বর ২, ২০১৫ at ১২:৩৫ অপরাহ্ন সেটা আমি বুঝে গিয়েছি | বাস্তবতার ছোঁয়া ব্যতিত এমন লেখা হয়না |
নীলাঞ্জনা নীলা ডিসেম্বর ২, ২০১৫ at ৭:৫৬ পূর্বাহ্ন উফ মৃত্যু! এ জীবনে নিজের মৃত্যুর কথা ভাবতে কেন পারিনা? আর তাই পেরেছি পুরো শরীরটা ডোনেট করে দিতে। লিখুন, জীবনের কথা। যা আসবেই, তাকে নিয়ে এতো ভাবনা কেন?
নীলাঞ্জনা নীলা ডিসেম্বর ৩, ২০১৫ at ৫:৫১ পূর্বাহ্ন একটা কথা না বললেই নয়, এই দিদিভাই ডাকটা আমার অনেক প্রিয়। 🙂
নীতেশ বড়ুয়া ডিসেম্বর ২, ২০১৫ at ৯:৫৩ পূর্বাহ্ন আহা, এখানেও মায়া! :p অস্ট্রিক সিরিজের এটাই মনে হয় সবচাইতে সহজ করে বলা অনেক কঠিন কথার কবিতা।
প্রলয় সাহা ডিসেম্বর ৩, ২০১৫ at ১:৪৪ পূর্বাহ্ন হ্যাঁ দাদা বলাটা সহজ কিন্তু মূল ব্যাপারটা ধরতে একটু বুঝে পড়তে হবে।
শুন্য শুন্যালয় ডিসেম্বর ৩, ২০১৫ at ৮:১২ পূর্বাহ্ন মৃত্যুর চাইতেই বেঁচে থাকা কঠিন। সম্পর্ক, প্রিয় মানুষের মুখগুলো, অহর্নিশ অভিমানে আমাদের মৃত্য ঘটায়। খুব সুন্দর।
১৯টি মন্তব্য
তানজির খান
জীবনের মায়া খুব সংজ্ঞাহীন। সব কিছুতেই পিছু টান। সবকিছুই লাশ আবার সবকিছুই জীবন। জীবনের কাছে পরাজিত হোক নিথর দেহ।
প্রলয় সাহা
আমি পরাজিত
লীলাবতী
এই দেহ শুধুই দেহ
বেঁচে থেকেও লাশ ঘর……. ভালো লেগেছে দাদা ভাই।
প্রলয় সাহা
ধন্যবাদ দিভাই।
অরুনি মায়া
আসলে পরিস্থিতি অনেক কিছুই ভাবতে শেখায় | জীবনে যখন ফাগুনের রং তখন মাটির দেহের অনেক মূল্য, আবার জীবন যখন জলন্ত শশ্মান দেহ তখন জীবন্ত লাশ |
প্রলয় সাহা
একটা কথা না বললেই নয়। এই কবিতার নাম ও লেখা একটা জীবন্ত মানুষের।
অরুনি মায়া
সেটা আমি বুঝে গিয়েছি | বাস্তবতার ছোঁয়া ব্যতিত এমন লেখা হয়না |
প্রলয় সাহা
তবে সে ব্যক্তি আমি না।
নীলাঞ্জনা নীলা
উফ মৃত্যু! এ জীবনে নিজের মৃত্যুর কথা ভাবতে কেন পারিনা?
আর তাই পেরেছি পুরো শরীরটা ডোনেট করে দিতে।
লিখুন, জীবনের কথা। যা আসবেই, তাকে নিয়ে এতো ভাবনা কেন?
প্রলয় সাহা
ভাবতে হয় দিভাই। ভাবতে হয়।
নীলাঞ্জনা নীলা
একটা কথা না বললেই নয়, এই দিদিভাই ডাকটা আমার অনেক প্রিয়। 🙂
প্রলয় সাহা
জেনে ভালো লাগলো 🙂
নীতেশ বড়ুয়া
আহা, এখানেও মায়া! :p
অস্ট্রিক সিরিজের এটাই মনে হয় সবচাইতে সহজ করে বলা অনেক কঠিন কথার কবিতা।
প্রলয় সাহা
হ্যাঁ দাদা বলাটা সহজ কিন্তু মূল ব্যাপারটা ধরতে একটু বুঝে পড়তে হবে।
প্রলয় সাহা
তবে সে ব্যক্তি আমি না।
শুন্য শুন্যালয়
মৃত্যুর চাইতেই বেঁচে থাকা কঠিন। সম্পর্ক, প্রিয় মানুষের মুখগুলো, অহর্নিশ অভিমানে আমাদের মৃত্য ঘটায়।
খুব সুন্দর।
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ
স্বপ্ন নীলা
তানজির খানের সাথে একমত — দারুন বিশ্লেষণ —-
প্রলয় সাহা
আমি পরাজিত।