অস্ট্রিক-২

প্রলয় সাহা ১৬ নভেম্বর ২০১৫, সোমবার, ১২:২৬:৫৫পূর্বাহ্ন কবিতা ৩১ মন্তব্য

__frustration___by_aewing-d6tv2ak_Fotor

আমি বিগ্রহ পোড়া গন্ধ পেয়েছি
দেখেছি অবাক চোখের স্বাভাবিক দৃষ্টি
বৃষ্টি ঝরেনি, কষ্ট দৌঁড়াচ্ছে
সব পিছিয়ে পড়েছে, তবুও শূন্য জীবন।

আমি মসজিদের ভাঙন দেখেছি
অভ্যন্তর কাতারে ডোবা অগনিত প্রশ্ন
উত্তর খুঁজে পাচ্ছে না পূর্ব-পশ্চিম দিক
এর মাঝেই ঘুমিয়ে পড়েছে অবুঝ শিশুটি।।

৫২০জন ৫২০জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ