আপনার নাম প্রলয়। এই নামে একটি টালিগঞ্জের ছবি দেখেছিলাম। বিপ্লবের ও প্রতিবাদের ছিল ছবিটা। লেখাতেও যেন সেই প্রতিবাদী স্বর খুজে পাচ্ছি। এমন লেখা আরো দেখতে চাই।
তা আর হবে না দাদা।
“জানা নেই মানুষ-মন্ত্র
পরতন্ত্রে কিঞ্চিৎ নির্বোধ
অহমিকায় নবীভাব সাধু-পাপী
সহস্র অবলা প্রৌঢ়া যবিষ্ঠ উঠানে
সাহিত্য এক তুড়িতে চর্বিত
ঢেঁকুর কাব্য খেয়ে বাঁচি।”
বোঝা-না-বোঝার আলো-ছায়া অনুভূতি সমৃদ্ধ লেখা আমায় টানে বেশ। তল খুঁজতে হয়,
কিন্তু শেষ পর্যন্ত পাওয়া যায়। জানতে চাইতে যদি হয় লেখার মানে কি, তাহলে কবিতায় আনন্দ কোথায়?
সমাজের যে ঈশানের খুঁটিতে ঝাঁকুনি দিয়েছেন, কতোটুকু পরিবর্তিত হবে মানুষের অ-সভ্যতর মন-মানসিকতা জানিনা। কিন্তু একদিন না একদিন ঘুম ভাঙ্গবে এই মানুষগুলোর। যারা মানবতার চেয়ে ধর্মকে প্রধান বলে মানে।
কবি এভাবেই সহজবোধ্য লিখুন। প্রতিবাদী কবিতার প্রতি টান আপনি এনে দিচ্ছেন। (y)
কেউই কাউকে পরিবর্তিত করতে পারেনা। কেউ যদি নিজেকে না বদলাতে চায়। তবে পথ দেখানো যেতে পারে, কখনো না কখনো কারুর এই পথ ধরে যেতে হতে পারে।
ভালো থাকবেন আপনিও।
৩১টি মন্তব্য
তানজির খান
দারুণ লিখেছেন প্রলয় সাহা। খুব ভাল একটা লেখা পড়লাম অনেকদিন পড়ে। ধন্যবাদ
প্রলয় সাহা
তাই? জেনে অনেক ভালো লাগলো।অনেক ধন্যবাদ দাদা।
তানজির খান
আপনার নাম প্রলয়। এই নামে একটি টালিগঞ্জের ছবি দেখেছিলাম। বিপ্লবের ও প্রতিবাদের ছিল ছবিটা। লেখাতেও যেন সেই প্রতিবাদী স্বর খুজে পাচ্ছি। এমন লেখা আরো দেখতে চাই।
প্রলয় সাহা
পাবেন প্রতিদিন আশা করি।
তানজির খান
সবাই লতাপাতা নিয়ে লিখে। কেউ যদি আগুন লেখে তা আমাকে টানে। লতাপাতা,প্রেমের সাথে এই ধরণের লেখাও চাই।
প্রলয় সাহা
আমি সব নিয়ে লেখার চেষ্টা করি।
অরুনি মায়া
খুব সুন্দর (y)
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ আপনাকে।
মরুভূমির জলদস্যু
অল্প কথায় চমৎকার।
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ।
নীতেশ বড়ুয়া
আপনার অস্ট্রিক সিরিজ নিয়ে যা বলার তা প্রথমেই বলে ফেলেছি প্রলয় দাদা… ঠাসা বুননে অল্প কথায় লম্বা সময়ের কথা বলছেন… -{@
প্রলয় সাহা
হাহাহাহাহাহাহাহাহাহাহা। অনেক ধন্যবাদ দাদা (3
নীতেশ বড়ুয়া
😀 আপনাকে আবারো শুভেচ্ছা (3 -{@
প্রলয় সাহা
-{@ শুভ সকাল দাদা
নীতেশ বড়ুয়া
শুভ সকাল… সকালের সোনালু আলোয় মন হয়ে উঠুক রঙিন, -{@
প্রলয় সাহা
হয়ে গেছে রঙিন দাদা 🙂
নীতেশ বড়ুয়া
মেতে উঠুন তবে আর ছড়িয়ে দিন সবার মাঝে 😀 \|/ (3 -{@
প্রলয় সাহা
মেতে আছি সব সময়ই, আর ছড়িয়ে দেওয়াটা যুগান্তরের হাতে তুলে দিয়েছি দাদা 😀
নীতেশ বড়ুয়া
হাহাহাহ… যুগে যুগে রঙের অন্তর… :p
প্রলয় সাহা
হাহাহাহাহাহাহাহাহাহা। তবে তা-ই হোক দাদা।
নীতেশ বড়ুয়া
😀 হোক কলরব 😀
প্রলয় সাহা
তা আর হবে না দাদা।
“জানা নেই মানুষ-মন্ত্র
পরতন্ত্রে কিঞ্চিৎ নির্বোধ
অহমিকায় নবীভাব সাধু-পাপী
সহস্র অবলা প্রৌঢ়া যবিষ্ঠ উঠানে
সাহিত্য এক তুড়িতে চর্বিত
ঢেঁকুর কাব্য খেয়ে বাঁচি।”
নীলাঞ্জনা নীলা
বোঝা-না-বোঝার আলো-ছায়া অনুভূতি সমৃদ্ধ লেখা আমায় টানে বেশ। তল খুঁজতে হয়,
কিন্তু শেষ পর্যন্ত পাওয়া যায়। জানতে চাইতে যদি হয় লেখার মানে কি, তাহলে কবিতায় আনন্দ কোথায়?
সমাজের যে ঈশানের খুঁটিতে ঝাঁকুনি দিয়েছেন, কতোটুকু পরিবর্তিত হবে মানুষের অ-সভ্যতর মন-মানসিকতা জানিনা। কিন্তু একদিন না একদিন ঘুম ভাঙ্গবে এই মানুষগুলোর। যারা মানবতার চেয়ে ধর্মকে প্রধান বলে মানে।
কবি এভাবেই সহজবোধ্য লিখুন। প্রতিবাদী কবিতার প্রতি টান আপনি এনে দিচ্ছেন। (y)
প্রলয় সাহা
মানুষ পরিবর্তন হবে না দিদি। তারা তা জানে না। আমি কেন এমন লিখলাম সেটা আমার দোষ হয়ে দাঁড়াবে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
নীলাঞ্জনা নীলা
কেউই কাউকে পরিবর্তিত করতে পারেনা। কেউ যদি নিজেকে না বদলাতে চায়। তবে পথ দেখানো যেতে পারে, কখনো না কখনো কারুর এই পথ ধরে যেতে হতে পারে।
ভালো থাকবেন আপনিও।
প্রলয় সাহা
মেনে নিলাম।
আবু খায়ের আনিছ
লিখতে থাকুন, অস্ট্রিক সব তারপর……………..
প্রলয় সাহা
ঠিক আছে।
আবু খায়ের আনিছ
(y) (y) (y)
ড্রথি চৌধুরী
দেখেছি অবাক চোখের স্বাভাবিক দৃষ্টি
বৃষ্টি ঝরেনি, কষ্ট দৌঁড়াচ্ছে
সব পিছিয়ে পড়েছে, তবুও শূন্য জীবন।
চমৎকার লাইনগুলো …
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ আপনাকে।