অস্ট্রিক

প্রলয় সাহা ১৩ নভেম্বর ২০১৫, শুক্রবার, ০৯:৪৪:৫৩পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

Untitled_Fotor1
বনের শহর
নতুন না বহু পুরাতন
থালা ভর্তি বিষ কিংবা অমিয়
স্বাদের কথা বাদ।
চেয়ে থাকি দূর থেকে দূরে,
আগাছা পরা বিপরীত লিঙ্গ
চেতনা ভাসে প্লাস্টিকের নদীতে
মুখ আছে ,
ফাটা বাঁশিতে সুর নেই।
কানে বাজে অনবরত খাঁখাঁ হুইসেল
বাম দেয়ালে ঘড়ি ঝুলে
কইতরের কিচিরমিচির
অসহ্য সব।

জন্ম-মৃত্যু দু’টোই সমান
বেঁচে থাকাটা বড্ড বেমানান–

৫২০জন ৫২০জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ