অসহ্য শব্দাবলী

আহমেদ মারুফ ২৭ এপ্রিল ২০১৪, রবিবার, ০১:৫৮:৪৬পূর্বাহ্ন গল্প ৪ মন্তব্য

বুকের ব্যাথাকে পুঁজি করে আছি

কষ্টের প্রাচীরে বেদনার শত কাটায়

জাগ্রত মানব

ঘুমন্ত নগরীর কষ্টে কাতর

সে প্রাণের খবর জানো কি নারী?

জানো কি তার ব্যাথাতুর হৃদপিণ্ডের

অবারিত রক্ত ক্ষরন

সজল চোখের বারি ধারা;

কালের যাত্রায় সে ধারা শুধু

সাগরই বানাতে পারে।

জানো কি তার স্পন্দিত বুকের

অকৃত্রিম মমত্ববোধ;

সকাতর হৃদয়ের আশশ্মিত কত প্রত্যাশা!

সে কতো বেদনাহত অগ্নিদাহ

তুমি জানোনা কিছু

জানোনা নিরব কবিতার

অসহ্য শব্দাবলীর করুণ ক্রন্দন।

৫০০জন ৫০০জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ