বুকের ব্যাথাকে পুঁজি করে আছি
কষ্টের প্রাচীরে বেদনার শত কাটায়
জাগ্রত মানব
ঘুমন্ত নগরীর কষ্টে কাতর
সে প্রাণের খবর জানো কি নারী?
জানো কি তার ব্যাথাতুর হৃদপিণ্ডের
অবারিত রক্ত ক্ষরন
সজল চোখের বারি ধারা;
কালের যাত্রায় সে ধারা শুধু
সাগরই বানাতে পারে।
জানো কি তার স্পন্দিত বুকের
অকৃত্রিম মমত্ববোধ;
সকাতর হৃদয়ের আশশ্মিত কত প্রত্যাশা!
সে কতো বেদনাহত অগ্নিদাহ
তুমি জানোনা কিছু
জানোনা নিরব কবিতার
অসহ্য শব্দাবলীর করুণ ক্রন্দন।
৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
সুন্দর কবিতা .. (y)
স্বপ্ন নীলা
সকালেই সুন্দর একটি কবিতা আমাকে মুগ্ধ করলো
পুষ্পবতী
sundor kobita
খসড়া
(y)