ঘুরেফিরে সেই একই জায়গায় দাঁড়িয়ে
একই প্রশ্ন উঁকি দেয় বারবার
কে আমি কোথায় আমার বাস….?
স্মৃতির আড়ালে ডুবে আছে আজ সব
আমি প্রতিদিন দেখি আমার সর্বনাশ
আজও হাতরে বেড়াই ডুবসাঁতারের দিনগুলো।
জীবনের প্রতিটি মোড়ে একটু থমকে দাঁড়াই
আর ভাবি এই চলার শেষ গন্তব্য কোথায়?
পায়ের তলায় চৌচির মরুপ্রান্তর
আকাশের পানে তাকিয়ে বৃষ্টির অপেক্ষায়
সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটে চলা
পারাপারের অপেক্ষায় যেমন এই আমি।
কখনো শূন্যে ভাসি শূন্যেই বাঁধি ঘর
থাকিনা আমি আমার মাঝে
শূন্যতার দহন জ্বালা কেবলই পুড়ায়,
চাওয়া-পাওয়ার ফর্দটা খুব বড় ছিলোনা
আজও তা ভাজ করাই পড়ে আছে
কালে কালে সময় গড়িয়েছে অনেক
দেনা পাওনার হিসেবগুলো কখনো মিলেনি।
তারিখ — ৪.৬.২০২০
২২টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার প্রকাশ —- কালে কালে সময় গড়িয়েছে অনেক
দেনা পাওনার হিসেবগুলো কখনো মিলেনি।
শুভেচ্ছা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার প্রকাশ — কালে কালে সময় গড়িয়েছে অনেক
দেনা পাওনার হিসেবগুলো কখনো মিলেনি।
শুভেচ্ছা রইল।
শায়লা খান
আন্তরিক ধন্যবাদ
ফয়জুল মহী
ভালো লাগলো পড়ে
শায়লা খান
ধন্যবাদ নিরন্ত।
সাবিনা ইয়াসমিন
ভালো লাগলো কবিতা।
শুভ কামনা 🌹🌹
শায়লা খান
অশেষ ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
প্রতিটি কথাই যেন আমার মনের কথা। কথাগুলো আমাদের চারপাশের সবার । দারুন অভিব্যক্তি। শুভ কামনা রইলো আপনার জন্য
শায়লা খান
ভালোবাসা অফুরান আপু।
বন্যা লিপি
সর্বজনে সর্বসময়ের একই জিজ্ঞাসা- কে? কি? কোথায়? কেন? মূল প্রতিপাদ্যই উঠে এসেছে পুরো লেখায়।
শুভ কামনা।
শায়লা খান
ধন্যবাদ অফুরন্ত প্রিয়জন।
মনোয়ারা সুলতানা সোনিয়া
সবকিছু শূন্যত মিলায়। ভাল লেগেছে।
শায়লা খান
ধন্যবাদ শত।
সুরাইয়া পারভীন
এই একই ভাবনারা
কুরে কুরে খায় আমাকেও
চমৎকার লিখেছেন বুবু 👏
শায়লা খান
ভালোবাসা রইলো বুবু।
মাছুম হাবিবী
অনেক সুন্দর লিখেছেন
শায়লা খান
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
দালান জাহান
খুব সুন্দর কবিতা
শায়লা খান
ধন্যবাদ শত।
সুরাইয়া নার্গিস
বাহ্! দারুন লেখা আপু।
শায়লা খান
ধন্যবাদ আপু।
শায়লা খান
ধন্যবাদ নিরন্ত।