অসমাপ্ত স্বপ্ন………

আহমেদ মারুফ ২০ ফেব্রুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ১০:৩৯:১৪অপরাহ্ন বিবিধ ৯ মন্তব্য

রাতঃ ১:২০।
ফোন হাতে নিয়ে বসে আছে নিরব। অনেকটা অস্থিরতা কাজ করছে তার মাঝে; নীলার ফোন নাম্বার ডায়েল লিস্টে। বারবার নীলাকে ফোন দিচ্ছে আবার কেটে দিচ্ছে। প্রতিরাতেই নীলার সাথে ওর কথা হয়। কখনও নিরবের ফোন দিতে দেরী হলে নিলা ফোন দেয়। আজ নীলাও ফোন দিচ্ছে না! সেও সম্ভবত নিরবের ফোনের অপেক্ষা করছে। রাত তিনটা। অবশেষে ফোন দিল নিরব…….

(ভয়ার্থ কণ্ঠে) হ্যালো নীলা
এখন তোর ফোন দেয়ার সময় হল? আমি কতক্ষন তোর ফোনের অপেক্ষা করছি?
‘সরি রে’
কি বলবি বল।
আমি যে কিছু বলব সেটা তুই কিভাবে জানলি?
“কমন সেন্স” সেটা অবশ্য তোর নেই! এত রাতে নিশ্চই গল্প করার জন্যে ফোন দিস নাই।
আচ্ছা তুই এতক্ষণ আমার ফোনের অপেক্ষা করছিলি কেন?
সেটা তোকে বলা যাবে না।
কেন?
বলা যাবে না তাই।
এই শোন, একটা কথা ছিল।
বল
বলবো ? বকা দিবি না তো?
ফাজলামি না করে বল!
জানিস, আমি না ভালবাসি……
কাকে?
তোকে।।

(নীলার কথা শোনা যাচ্ছে না; শুধু তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে! তার সামনে কেউ থাকলে খুব সহজেই তার এখনকার অবস্থা বলতে পারত। নিশ্চয়ই এমন কিছু শোনার জন্যে প্রস্তুত ছিল না সে)

হ্যালো নীলা! হ্যালো হ্যালো……
হ্যা; বল
রাগ করসিস?
না!’ কাল দেখা করতে পারবি? অনেকদিন কুয়াশার মাঝে হাটা হয় না! আচ্ছা আমি ঘুমুতে যাই; কাল দেখা হচ্ছে।

ফোন কেটে দিল নীলা। অনেক্ষন হতভম্বের মত বসে রইল নিরব। একটা অজানা ভয় কাজ করছে তার মাঝে। আজ নীলা তাকে ঘুমুনোর কথা বলে নাই। অনেক রাত পর্যন্ত জেগে থাকার অভ্যেস ছিল নিরবের। নীলার সাথে প্রতিদিন এ ব্যাপার নিয়ে ঝগড়া হত নিরবের। কিন্তু আজ নীলা এ নিয়ে কিছুই বলল না!!!

ঠিক ছ’মাস আগেই নীলার সাথে নিরবের পরিচয়। নীলা আর নিরব একই ক্লাশে পড়লেও কলেজ ছিল ভিন্ন। নিরব তখন তার স্কুল-কলেজের বন্ধুদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখত। খুব কাছের বন্ধু/ মানুষদের অসহ্য লাগত তার। এরই মাঝে নীলা নামক ঝড়ের আগমন ঘটলো তার জীবনে। খুব সহজেই নীলার সাথে ঘনিষ্ঠ হতে থাকে নিরব। সারা দিনরাত অযথাই নীলাকে জ্বালাতন করত সে। হঠাৎ করেই জীবনটা উপভোগ্য হয়ে উঠেছিল নিরবের। প্রতিদিন ঝগড়া, মান-অভিমান আর রাগ ভাঙ্গানোর জন্য উদ্ভট পাগ্লামির মাঝে কখন যে নীলা জীবনের একটা বিরাট অংশ জুড়ে বসবাস শুরু করেছে বোঝতেই পারেনি নিরব।

ফোনের শব্দে ঘুম ভাংলো নিরবের। নীলা ফোন দিয়েছে;

হ্যালো।
কিরে ঘুম ভাঙল? আজ আমাদের ঘুরতে যাবার কথা; মনে আছে?
হু!’
আচ্ছা কাল রাতে ফোন দিস নাই কেন?? অবশ্য ভালোই হইসে; সারারাত ঘুমাইসি আর অসম্ভব সুন্দর একটা স্বপ্ন দেখেছি। হাঁটতে হাঁটতে তোকে বলব। তুই রেডি হয়ে বের হ!

লেখালেখির ভুবনে আমি একদম নতুন। আপনাদের সহযোগিতা আশা করছি! 🙂 🙂

ফেবু পোস্টঃ https://www.facebook.com/rockstaah.maruf/posts/606698956079567?notif_t=like

৯৪০জন ৯৪০জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ