
প্রতিনিয়ত চাষী থেকে বিজ্ঞানী সবাই জানে;
আকালে ঘূর্ণন টের পায় না
দিক বেদিক ছিটকে পড়ে না
লাগামহীন করতলে,তাঁর বুকে
ঘূর্ণিঝড়,বন্যা,খরা,উষ্ণতা সব
আর প্রণয়ের গবেষণাগারে
প্রেমিক সূর্য, আর প্রেমিকা বসুন্ধরা।
এক গাঢ় আভায় রূপসী বাংলা টানে;
অভয় দিয়ে আগলে রাখলে
আকুতিতে তন্দ্রাচ্ছন্ন প্রহরী
লতাশুন্য পাহাড়ে মালিকানা
তৃষ্ণার্ত নদীতে ভ্রমণচারী
আর মানসম্মত বেদনারা বলবে
সকাল-বিকাল রোজ ভিতর থেকে
ভালোবাসার লাল অক্সিজেনেই বাঁচবে।
প্রতিক্রিয়ায় বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড না;
ভালোবাসায় মাখিয়ে অক্সিজেন ঢেলে নিবে
পৃথিবী তুমি এক অলৌকিক মানুষ
টক মিষ্টি ঝাল পৃথিবী ভালোবাসবে
নেত্রকোণা, ময়মনসিংহ।
১৪টি মন্তব্য
বন্যা লিপি
ভালবাসার এমন উপমা?? বিজ্ঞানাগারে ভালবাসা যেন গবেষণা লব্ধ এক অলৌকিক কবিতা। শব্দ বাক্যের কি ল্যাবরেটরিজ উপস্থাপন! চমৎকার!
ভালো লাগলো।
নাজমুল হুদা
হা হা হা ,,বড় আপু 😍
ভাবুন বেশি বেশি ভাবুন
আর কবিতা পড়ুন মন খুলে
ইঞ্জা
বেশ রোমান্টিকতা, ভালো লাগা রইলো।
ভাই কবিতা কম বুঝি, এই জন্য আমার কমেন্ট সীমিত, আমার অপরাগতাকে ক্ষমা করবেন।
নাজমুল হুদা
কিযে বলেন ভাইয়া 😍
এভাবে বললে সত্যিই লজ্জা লাগে। আমিই তো ব্লগে নিয়মিত সবার লেখা পড়তে পারছি না।
আসলেই পাঠক হওয়া অনেক কষ্টের কাজ । আমাকে ক্ষমা করবেন আর ভালোবাসবেন।
মনির হোসেন মমি
চমৎকার উত্তর। মনে ভরে গেল।
শুভ কামনা 🌷🌷
রেহানা বীথি
বাহ্, টক-ঝাল-মিষ্টি পৃথিবী!
বেশ লাগলো।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
টক মিষ্টি ঝাল পৃথিবী।
সঞ্জয় মালাকার
পড়ে বেশ ভালো লাগলো দাদা,
শুভকামনা।
জিসান শা ইকরাম
এমন অলৌকিক মানুষ পাওয়া যাবে তো!
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
সাখিয়ারা আক্তার তন্নী
প্রণয়ের গবেষণাগারে
প্রেমিক সূর্য, আর প্রেমিকা বসুন্ধরা।
লিখাটা খুব ভালো লাগলো।
সুরাইয়া পারভিন
আহা! বৈজ্ঞানিক ভালোবাসা।
যেনো কোনো গবেষণাগারে বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইডে ভালোবাসার অক্সিজেন মিশিয়ে ক্রিয়া বিক্রিয়া বিশ্লেষণে চলছে প্র্যাকটিক্যাল পরীক্ষা
সাবিনা ইয়াসমিন
অলৌকিক প্রেমের জন্য অলৌকিক মানুষই লাগে। পৃথিবীটা নাহয় তার জন্যে টক মিষ্টি ঝালে রুপান্তরিত হয়ে যাবে 🙂
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
পৃথিবী রূপকার্থে মানুষ হয়েছে। নীরবে সব সহ্য করে। তাইতো পৃথিবী মা।অতুলনীয়া।
চাটিগাঁ থেকে বাহার
কয়েকবার পড়লাম, তবু সুবিধামতো মন্তব্য দাঁড় করাতে পারলাম না। এ আমার ব্যর্থতা!