
–আমি তোমাকে চাই
যখন আমি শূন্যতা অনুভব করি।
: শুন্যতারও তল আছে, অনুভবে বুঝতে পারি।
–আমি তোমাকে চাই
যখন আমি ভীষণ অসুখী।
: অধরা সুখের -অসুখের মতো চাওয়া হয়ে পড়ে পথ্যির মতো। আমি সেখানেই রয়ে যাই যেখানে আমায় পাওয়া যায়….
–আমি তোমাকে চাই
যখন সময় থমকে দাঁড়ায়।
: ভীষণ ধুম্র কুয়াসা ঘেরা জনপদের দীর্ঘ রাস্তায় সময়ের ধুলো গুণে দেখো।এগোবে না আর সময়!
— আমি তোমাকে চাই
যখন পৃথিবী আমাকে ছেড়ে যায়।
: নিথর অ-কম্পিত চোখের পাপড়ি পাহাড়ায় থাকুক, যখন যেমন সুর ওঠে ইচ্ছের বেহালায়। অভৈব শব্দের মানে জানি না।
কিছু অবোধ মায়ার জালে রোজ দেখি জলের প্রতিচ্ছবি।
— আমার তোমাকে প্রয়োজন
যেমন দেহের জন্য মাথা প্রয়োজন,
যেমন মাছের জন্য জল প্রয়োজন!
: বলেছিলে, আমাদের নিরবতাও অনেক শক্তিশালী। বলেছিলে, কাঁচবন্দী জীবনের সুখের কথা। বড় বিলাসী জীবন সে কাঁচের জলে মাছের সখ্যতা!
–তোমাকে চাই নক্ষত্র হিসেবে
আমার বেড়ে উঠতে, আমার বৃদ্ধ হতে।
: দ্বীপবাসী নই, নই নিহারীকার সঙ্গী।
নিঃশ্বাসের আশে আছি তো এখনো- রয়ে যাবো ছায়াদের মত!
— আমি তোমাকে চাই-চাই-চাই
যখন আমার পাশে আর কেউ নাই
আমি ভীষণ ভয় পাই। যখন
কেউ আমাকে বিশ্বাস করে না আর
তখন আমি তোমাকে চাই।
: বোধ হয়ে ভাবনারা থেকেই গেছে আমাকে ছেড়ে আমার কায়া।
কিছুইতো নেই দেবার, আছে শুধু মায়া।
— যখন আমি একলা থাকি
যখন আমার চোখে অশ্রু ঝরে, তখন
আমি তোমাকে চাই।
যেদিন আমি দেশদ্রোহী অথবা যোদ্ধাহত
সেদিন আমি তোমাকে চাই।
: পৃথিবী শান্ত হবে কোনো একদিন, কোনোএকদিন শুকাবে থই থই জলের বিলাসিতা। নেমে গেলে বোঝাদের বোঝা, সেদিনও খুঁজে পাবে আমার ঠিকানা।
–আমি তোমাকে চাই
যখন আমি কাঁদি।
আমি চাই তোমাকে
যদি আমি বেঁচে থাকি।
: না দেখা ভূবনের বাতাসেও জেনে নেই, কার চোখ ভিজছে কোন অন্ধকারে!
আলগোছে মুছে দেই অস্পৃশ্য স্পর্শে, চোখের কোনে জলের ধারা।
যদি এইসব কোলাহল যায় থেমে……যদি থাকি বেঁচে গিয়ে…………..
৩১টি মন্তব্য
শামীম চৌধুরী
মানুষ শূণ্যতা বোধ করলেই আপন মানুষকে চাই।
দারুন লিখেছেন বফু
বন্যা লিপি
মানুষ যার কাছে প্রশ্রয় পায়,তাঁকেই আশ্রয় হিসেবে ভেবে নেয়। আশ্রয়-প্রশ্রয়ের নাম যাই হোক না হোক না কেন।কিছু না কিছু অলিখিত প্রতিশ্রুতি থেকেই যায় অলক্ষ্যে।মন্তব্যে ধন্যবাদ শা’চ্চু।
মোঃ মজিবর রহমান
মনের মাঝে শুন্যতা ও অসহায়ত্ব আসলে তাঁকেই মনে পড়ে যাঁর ছায়ায় সুস্থতাবোধ আসবে। ভাল লাগা রেখে গেলাম। প্রিয় আপু।
বন্যা লিপি
আপনার ভালোলাগাটুকু আমার লেখা স্বার্থক হলো মজিবরদা। ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
আপনারা লিখেন বলেই পড়ে যায় আপু।
ছাইরাছ হেলাল
অবলম্বনহীনতা থেকেই অবলম্বন খুঁজে নেয়ার প্রচণ্ডতা তৈরি হয়।
বন্যা লিপি
যথার্থ অনুধাবন। কৃথার্থ হলেম মন্তব্যে।
সামশুল মাওলা হৃদয়
অসাধারণ লিখছেন
বন্যা লিপি
এই মন্তব্য ফেসবুকে পেজে উপযুক্ত। এটি ব্লগ। ধন্যবাদ
ছাইরাছ হেলাল
এটাই চাই, চাঁচাছোলা।
মোঃ মজিবর রহমান
চাঁচাছোলা! কুবি ভাইসাব।
বন্যা লিপি
কিচ্ছু করার নাই। আর সহ্য হয় না।
বন্যা লিপি
মজিবরদা, কবিরে কুবি বানাইয়েন না, ওতে আপত্তি আছে আমার। আমি আবার যা কই চাঁচাছোলা কইতেই পছন্দ করি। ভালো লাগলে লাগলো, না লাগলে নাই😎😎
সুরাইয়া পারভীন
যখন একাকীত্ব আষ্টেপৃষ্ঠে জাপটে ধরে
খুবলে খুবলে খায় নিঃসঙ্গ আমি’কে
যখন নির্জন নিস্তব্ধতা বিরাজ করে চতুর্দিকে
ঘুটঘুটে অন্ধকারে ভয়ে কেঁপে উঠি
তখন নিঃসঙ্গ আমি’র সঙ্গী হিসেবে
অন্ধকারের বুক চিরে একমুঠো
আলো এনে দিতে একটা তুমি’কে চাই
দারুণ ছিল কথোপকথন
বন্যা লিপি
লিখেই ফেললাম আমি-তুমি টাইপ লেখা।সাহসটা বেশিই হয়ে গেলো আরকি।তোমার মন্তব্য লেখাটাকে মাত্রা দিলো এক অন্য মাত্রা। ভালবাসা জেনো❤❤
রোকসানা খন্দকার রুকু
**** পৃথিবী শান্ত হবে কোনো একদিন, কোনোএকদিন শুকাবে থই থই জলের বিলাসিতা। নেমে গেলে বোঝাদের বোঝা, সেদিনও খুঁজে পাবে আমার ঠিকানা।*****
কি অসাধারণ চাওয়া। কাউকে চাইলে এমন মন প্রাণ দিয়ে চাওয়া উচিত। ভালো মন্দ সবটাতেই।এমন একজন আসলেই পাশে খুব প্রয়োজন।
ভালো লাগলো আপু।শুভ কামনা।
বন্যা লিপি
কিছু চাওয়া থাকে এমনই। সবকিছুর আগে-পরে একটা “তুমি” খুব প্রয়োজন।ঠিক এমন করে। পাশে থেকে প্রেরনা যোগাবে বেঁচে থাকতে, বেড়ে উঠতে। মন্তব্যে অনুপ্রাণিত। শুভ কামনা অবিরত।
তৌহিদ
কিছু কথা, কিছু প্রতিশ্রুতি এসব লিখতেও হয়না। অনুভবে বুঝে নিতে হয়।
শুভকামনা জানবেন আপু।
বন্যা লিপি
কিছু অনুভবের প্রকাশ হয়না কোনো অক্ষরে। শুধু উপলব্ধিতে বেঁচে থাকে চাওয়া পাওয়ার হিসেব। ভালো থাকবেন সর্বদা।
রেজওয়ানা কবির
আমি তোমাকে চাই,
প্রত্যেক মূহুর্তে,প্রত্যেক সময়ে,মরে গিয়েও পরের জন্মে তোমাকে একইভাবে চাই।
বন্যা লিপি
আহা…. এর জবাবে আমার কিছু আর বলার নেই। মন্তব্যে কৃতজ্ঞতা, শুভ কামনা।
আরজু মুক্তা
তোমাকে চাই, তোমাকে চাই, এককাপ চায়ের মাঝে তোমাকে চাই। রাত ভোর হলেও আমি তোমাকে চাই। চাওয়া পাওয়ার মাঝে তোমাকে চাই। নীরবতার মাঝে তোমাকে চাই।
বন্যা লিপি
আমি আছি, আমি থাকবো, আমি যাবোনা ছেড়ে কোথাও যদি তুমি কখনো মুখটি ফেরাও অভিমানে…. সেদিনও আমি রইব চেয়ে তোমার মুখপানে।
তবু যাবোনা তোমায় ছেড়ে অন্যকোনোখানে।
ভালবাসা অবিরাম❤❤❤❤❤❤❤❤❤❤
আরজু মুক্তা
ভালোবাসা এমনি হওয়া উচিত।।
ফয়জুল মহী
নন্দিত অনুভূতি চলনসই প্রকাশ
আলমগীর সরকার লিটন
বেশ অনুপ্রাণিত হইলাম কবি আপু
অনেক শুভ কামনা জানাই
বন্যা লিপি
আপনি অনুপ্রানিত হলেন জেনে আমিও প্রানিত হলেম। ধন্যবাদ।
হালিম নজরুল
এত চমৎকার করে অনুগল্প লিখেছেন যে আমার কাছে কবিতার মতো মনে হল।
বন্যা লিপি
আপনি ভেবে দেখেন,সবকটা লাইনেই কিছু না কিছু মেসেজ আছে গল্পের মত, কবিতা তো লিখতেই পারিনা। কথোপকথন ধারায় এটাকে যদিও কবিতা ভাবতেই পারেন আপনি নিজের মতো করে। ওতে আমার বিষেশ আপত্তি নেই।
সুপর্ণা ফাল্গুনী
যখন কান্না পায় তখন কারো বুকে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করে,যখন মনে অশান্তির ঝড় বয় তখন কারো আগমনে সব ঝড় এক নিমিষেই থেমে যাবার প্রত্যাশা করে, একাকীত্বে কারো সঙ্গ যেন স্বর্গের দুয়ার খুলে দেয়, সবাই যখন মুখ ফিরিয়ে নেয় তখন ও একজনের আশায় বুক বেঁধে রয়। নিঃসঙ্গতায়, অবলম্বনহীনতায় অবলম্বন খুঁজে ফিরি সর্বদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
বন্যা লিপি
সে অবলম্বন বুঝিবা পৃথবীর বুকে বড্ড কাঙ্খিত অবলম্বন। একটা তুমি বড্ড চাওয়া পাওয়ার আরাধ্য।
ভালো থাকবেন ছোটদিভাই।