
তব সমান্তরাল রেখায় চলে যাবো বহুদূর – বহুদূর
সফলতার সোনালী পালক; শিরোঙ্কিত হবে- হবে রাজমুকুটসম,
ঈষাণ অগ্নি আলোকিত করে ঘুচাবো কালান্তিকের কালো
ও হে ঈশ্বর, তবে এখনি সময় –
জ্বালো, তোমার দ্বীপশিখা জ্বালো ।
এই নৈঋতে স্ট্রান্ডস্কগ এর গ্রীষ্ম ও টানেনি আমায় –
ভেতর বাহির উড়ুউড়ু – এখানে স্যান্ডস সুইম হয়- কেউ কেউ সূর্য্য-স্নানে ব্যাস্ত,
নারীর খোলা বুকের সুউচ্চ সুঢৌল স্তন, উলঙ্গ উরুর ভাঁজে-
সোনালী রোদ্দুরের জ্বলজ্বলে “সোনেলা”-
অথচ আমি পড়ে আছি কোন এক অনিরুদ্ধ অক্সফোর্ডের মুখাপেক্ষী হয়ে –
ওহে ঈশ্বর আমি কি তব দৃষ্টিসুধা পাবো ?
আমি অরুণাচল থেকে হিমালয় হয়ে কালিকটে নোঙর গাঁথি,
আমি বিদুষী লঙ্কার সুবেদী জ্ঞানকোষ ঘেঁটে পিপাসা মেটাতে চাই,
আরব্য রজনীর সহস্র রাতের গল্প শুনেছি মধ্যপ্রাচ্যের
সাহিত্য সম্ভারে
আমার আদিগন্ত শব্দ-ক্ষুদা মেটেনি কারো জলে ।
তোমাকে দেখেছি আমি সম্ভাবনা সমেত- বাংলার দিগন্ত বিস্তৃত
সোনালী সোনেলায়,
বিশ্ব চরাচরে তব সমকক্ষ- দ্বিতীয় কেউ তো নাই ।
© অনন্য অর্ণব
১৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
যাক আপনার লিখায় মনে হই প্রথম কমেন্ট আমার। এখানে কয়েকজন লেখকের লিখায় কমেন্ট করতে ভয় পাই আমি তারি মাঝে আপনি একজন সুকঠিন শব্দ মাথার ঘেলুতে না করে প্রবেশ না মস্তস্ক অর্থসহ বুঝিতে সক্ষম।
যে নব উদ্দ্যমতায় নিজেরে সপিলে
হে ইশ্বর তুমি দাও তাঁরে শব্দালয়ে
কাঁথুক/খেলুক কাব্যময়ে সোনালালয়ে
থাক প্রেম/ভালোবাসা ভরে সোনেলা মন্দিরে।
ত্রিস্তান
সবার আগে আপনার মন্তব্য পেয়ে আমিও আনন্দিত। আমি কেবল চেষ্টা করেছি, বাকিটা বিধাতার অনুদান। আপনাদের নিয়ত প্রেরণাই আমার আগামী দিনের পথচলার শক্তি। ভালো থাকবেন সবসময়। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন সতত।
আরজু মুক্তা
এভাবে কাব্য কবিতাও ফিরে পায় তাদের প্রাণ। যে প্রাণ ছড়িয়ে যাক আজকের সোনেলার সুক্ষ্ম রেখা ধরে সিন্ধু সভ্যতা পেরিয়ে আগামীর নতুন সভ্যতায়।
ত্রিস্তান
তাই যেন হয় এটাই প্রত্যাশা। শুভ কামনা সতত।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভবের ব্যক্ততা।
অতুলণীয় উপমার সমাহার।
অশেষ মুগ্ধতায় শুভ কামনা রাখলাম আপনার জন্য।
ত্রিস্তান
অসংখ্য ধন্যবাদ ।
ছাইরাছ হেলাল
অবশ্য ভুল-ভাল জায়গায় নাও ভেড়ালে সাময়িক হ্যাপা এর ব্যাপারটি মাথায় রাখতেই হয়।
চালু থাকুক।
ত্রিস্তান
ভুল না থাকলে শুদ্ধতার এতো কদর থাকতো কি?
ছাইরাছ হেলাল
শখের আনন্দ-ভুল ও কিন্তু আমরা দেখতে পাই, ভালো-ও বাসি!!
আলমগীর সরকার লিটন
ভাবনা বিস্ময় খুব সুন্দর লাগল কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
ত্রিস্তান
ভাই আপনি সম্ভবত “সোনালী দুঃখ” পড়েন নি। নাকি ইচ্ছে করেই লিখছেন ?
সাবিনা ইয়াসমিন
সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে কবির তরী সোনেলার তীরে এসে ঠেকেছে!
একটু খেয়ালে রাখবেন, আমাদের এই কবি যেন আবার হিউয়েং সাং হয়ে পৃথিবীর সব তীরে ঘুরতে না যায়।
সোনেলার জন্মমাসে (২৩শে সেপ্টেম্বর) সোনেলাকে উৎসর্গ করা কবিতায় অনেক অনেক শুভেচ্ছা দিলাম।
অনন্য উপহারের জন্য আপনাকে ধন্যবাদ।
শুভ কামনা 🌹🌹