অর্ধেক জীবন

আকবর হোসেন রবিন ১৫ আগস্ট ২০২০, শনিবার, ০৯:২৯:২২অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য
এক মাস সাংবাদিকতা করা এবং চাকরির টাকাগুলা আরেক সাংবাদিক মেরে খেয়ে ফেলা, এমন সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
 
বিনা কারণে থানায় এক রাত থাকার সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
 
প্রথম বই পড়া এবং সুরসুরি অনুভব করার সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
 
প্রেমে পড়া এবং ভিজে যাওয়ার সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
 
মরার আগে ধাপে ধাপে আমি সব গল্প লিখে যাবো।
ডোন্ট কেয়ার ভাব দেখাব।
 
ওই যে আমাকে শিক্ষক থ্রেট দিয়েছিল, সেই সত্য ঘটনা নিয়েও একটা গল্প লিখবো।
 
প্রেমিকার কামের ফাঁদে পা দিয়ে সহপাঠী যে তাড়িয়ে দিয়েছিল, ওই সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
 
মরার আগে আমি সব গল্প লিখে যাবো।
ডোন্ট কেয়ার ভাব দেখাব।
 
মরতে গিয়েও যে বেঁচে ফিরেছি সেই সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
 
থাপ্পড় মেরে যে দাঁত ফেলে দিয়েছি, ওই সত্য ঘটনা নিয়েও একটা গল্প লিখবো।
 
মরার আগে আমি সব গল্প লিখে যাবো।
ডোন্ট কেয়ার ভাব দেখাব।
 
পৃথিবীর সব কলম ক্ষয় হয়ে যাবে
কালি শেষ হয়ে যাবে;
কোথাও আর কোন কাগজ খুঁজে পাওয়া যাবে না
তবু আমার গল্প ফুরোবে না।
 
আমি লিখে যাবো,
মরার আগে আমি সব গল্প লিখে যাবো।
ডোন্ট কেয়ার ভাব দেখাব।
১১২৫জন ৯২৩জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ