অরুনীমা

মাছুম হাবিবী ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ০১:২৪:৫৮অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

ধোয়া উড়া নিকোটিনে অন্ধকার রেডিং রুম
জানালার গ্লাসে জমে উঠা কিছু শিশিরবিন্দু!
জলোচ্ছ্বাসের মত ধেয়ে আসছে মৃত্যুর মিছিল
অদ্ভুত বেনামী চিরকুটে রক্তিম আমার নাম।
হয়তো কোনো একদিন বেসরকারি টিভি চ্যানেলে
নিউজ হবে আমি আর নেই!
তারপর,শহর জুড়ে মিছিল, মিটিং
আর ভাঙচুরে দাউ দাউ করবে মৃত্তিকা!
সাদা কাফনে মুড়ানো আমাকে দেখে
হাউমাউ করবে মা বাবা এবং কিছু অপরিচিত মুখ।
প্রিয় মানুষটাও মন খারাপ নিয়ে লিখে দিবে
ওপারে ভালো থেকো!
প্রিয় অরুনীমা,
প্রচন্ড অভিমান আর অভিযোগ নিয়ে
কিছু লাশ ওপারে ভালোই থাকে!!

রচনাঃ ৯ অক্টোবর ২০১৯

৮৯৭জন ৭৬৯জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ