
পাহাড় কাটা রাত,ঘুমন্ত শৈশব সাঁতার কাটছে
স্বর্ণালী কিশোর পাতায়।
বিষপ্রসূনে ঝলমলে চারিদিক,
গ্রেনেড হামলায় ঝলসানো স্বদেশের দেহ!
ঠোঁট ছিঁড়ে থেঁতলে যাচ্ছে রক্তাক্ত অক্ষর
চৈতন্য জুড়ে নেমেছে আজ ধূমকেতু।
ভাবনার কৈশিক জালিকায় নরক্ষেত্র
নেমেছে ব্যোম থেকে।
অম্বুর ক্ষিপ্ত তৃষ্ণা, ঝুলে থাকা শশীর হাসি
সবকিছু আমাকে বলে,
‘আমি কোনো আগন্তুক নই’,আমি বাঙ্গালি
আমি বেঁচে থাকার চিৎকারে একশোকোটি প্রাণ
আমি মুক্তির সংগ্রামে বীভৎস অরিন্দম।।
১৮টি মন্তব্য
রেহানা বীথি
চমৎকার লিখলেন
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
দারুণ লেখনী।
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
ঐতিহাসিক ছবি আর প্রতিবাদের সংলাপে কবিতায় অনন্য রুপ দিয়েছেন। শব্দ চয়ন মুগ্ধ করার মতো। অনেক ভালো লাগলো।
আগের পোস্টের কমেন্টের রিপ্লাই কিন্তু পাইনি। কমেন্ট লেখা কিন্তু পোস্ট দেয়ার চাইতেও কঠিন। 😊
আরও লিখুন, শুভ কামনা 🌹🌹
মাছুম হাবিবী
অনেক অনেক ধন্যবাদ আপুমণি। আসলে আগের পোষ্টে কমেন্টগুলো রিপ্লে করিনি, কেমনটা ভালো লাগছিলো নাহ। রিপ্লে না করার জন্য সরি।।
তৌহিদ
বাহ দারুন লিখলেতো!! শব্দ যেন খেলা করছে তোমার লেখনীতে।
শুভকামনা রইলো।
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ ভাই
জিসান শা ইকরাম
অনেকদিন পরে ছবিটি দেখলাম,
সুন্দর শব্দ চয়ন, কবিতায় ভাল লাগা।
মাছুম হাবিবী
অনেক অনেক ধন্যবাদ ভাইজান
সঞ্জয় মালাকার
দারুণ লিখেছেন.. ভাইয়া
শুভ কামনা।
মাছুম হাবিবী
অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন
নাজমুল হুদা
আমি আগন্তুক নই , আমি বাঙালি ।
এখানেই শক্তি , এখানেই শান্তি
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
আমি কোনো আগন্তুক নই’,আমি বাঙ্গালি
আমি বেঁচে থাকার চিৎকারে একশোকোটি প্রাণ
আমি মুক্তির সংগ্রামে বীভৎস অরিন্দম।।
অসম্ভব ভালবাসা রইল কবিতাটি।
মাছুম হাবিবী
অনেক অনেক ধন্যবাদ ভাইজান
মনির হোসেন মমি
চমৎকার সংগ্রামী কবিতা।ছবিটি জনপ্রিয়।
আরজু মুক্তা
শব্দ কথা বলছে। শুভকামনা