অরিন্দম

মাছুম হাবিবী ১০ জুন ২০১৯, সোমবার, ০৮:০৪:২৩অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

পাহাড় কাটা রাত,ঘুমন্ত শৈশব সাঁতার কাটছে

স্বর্ণালী কিশোর পাতায়।

বিষপ্রসূনে ঝলমলে চারিদিক,

গ্রেনেড হামলায় ঝলসানো স্বদেশের দেহ!

ঠোঁট ছিঁড়ে থেঁতলে যাচ্ছে রক্তাক্ত অক্ষর

চৈতন্য জুড়ে নেমেছে আজ ধূমকেতু।

ভাবনার কৈশিক জালিকায় নরক্ষেত্র

নেমেছে ব্যোম থেকে।

অম্বুর ক্ষিপ্ত তৃষ্ণা, ঝুলে থাকা শশীর হাসি

সবকিছু আমাকে বলে,

‘আমি কোনো আগন্তুক নই’,আমি বাঙ্গালি

আমি বেঁচে থাকার চিৎকারে একশোকোটি প্রাণ

আমি মুক্তির সংগ্রামে বীভৎস অরিন্দম।।

 

 

 

 

৯৪৫জন ৮১৯জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ