খুব সকালে … হ্যা হ্যা …অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার অনেক দিনের অভ্যাস । জানালার লাগোয়া শিউলি ফুলের ঘ্রান – ঘরময় আলতো পায়ে হেঁটে বেড়ায় । ভালই লাগে ।
সাঁজ সকালে গোটা পাঁচেক বাংলা ও দুটি ইংরেজী পত্রিকা নেটে পড়াও আমার আর একটি চিরায়ত অভ্যাস ।
কিন্তু একরাশ নিমজ্জমান ‘হতাস হওয়া’ ছাড়া আর কিছুই দেখতে পাই না । মিথ্যেবাদিতার ছড়াছড়ি সত্ত্বেও আমি আশাবাদি মানুষ হয়েই বাকি সময়টুকু কাটাতে চাই ।
১৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
আশাহত হই বার বার , তারপরেও আশা স্বপ্ন নিয়ে বেঁচে থাকা – একদিন সব সুন্দর স্বপ্নগুলো বাস্তব রুপ নিবে।
স্বাগতম আমাদের এই ছোট ব্লগে ।
আদিব আদ্নান
আমিও স্বপ্ন দেখি স্বপ্ন বাস্তবতার ।
সোনালি রোদ উঠবেই ………
ছাইরাছ হেলাল
অল্প কথায় অনেক অনেক কথা বলতে পারা সহজ নয় মোটেও ।
অনেক ধন্যবাদ আপনাকে এখানে ।
আমিও আশাবাদিতায় বিশ্বাস রাখি ।
আদিব আদ্নান
লেখক যেহেতু নই – অল্প কথাই সম্বল । লেখা বা বলার অপারগতা স্বীকার করতে দ্বিধাহীন আমি ।
সোনালি সকালের অপেক্ষায় আমি ।
লীলাবতী
স্বপ্ন দেখব বলে দুচোখ পেতেছি।
আদিব আদ্নান
স্বপ্নগুলো স্বপ্নেই দেখুন বড় চোখ করে
দেখবেন- ঘুম যেন না ভাঙ্গে !
জবরুল আলম সুমন
আজকাল খবরের কাগজ পড়া মানেই হতাশ হওয়া… তবুও আমরা আশা নিয়েই বেঁচে থাকি।
আদিব আদ্নান
হ্যা আশা নিয়েই বেঁচে থাকা – বেচে যাওয়া ।
ঘৃনা অতি পণ্ডিত ও ভাড়দের ।
পেন্সিলে আঁকা পরী
এতসবের মাঝেও আশাবাদী হওয়া চাট্টিখানি কথা নয়!!তব্য তো আশায় বুক বাঁধি ……………
আদিব আদ্নান
অনেক সাহসী না হয়েও আশাবাদের জায়গাটি সযত্নে রক্ষা করে যাচ্ছি ।
শিশির কনা
হতাসা চলে যাক অন্ধকার গহ্বরে । আশা হারাবো না কোনদিন ।
আদিব আদ্নান
হতাস না হয়েও আশাবাদের জায়গাটি আগলে রাখা কখনও কখনও কঠিন মনে হয় ।
সুরাইয়া পারভীন
আমরা আশাবাদী
একদিন সব ঠিক হয়ে যাবে
সেই আশাতেই বেঁচে থাকি
অল্প কথায় অসাধারণ প্রকাশ