অভ্যাস……১

আদিব আদ্‌নান ২২ অক্টোবর ২০১২, সোমবার, ০৯:৪৪:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ১৩ মন্তব্য

খুব সকালে … হ্যা হ্যা …অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার অনেক দিনের অভ্যাস । জানালার লাগোয়া শিউলি ফুলের ঘ্রান – ঘরময় আলতো পায়ে হেঁটে বেড়ায় । ভালই লাগে ।

সাঁজ সকালে গোটা পাঁচেক বাংলা ও দুটি ইংরেজী পত্রিকা নেটে পড়াও আমার আর একটি চিরায়ত অভ্যাস ।

কিন্তু একরাশ নিমজ্জমান ‘হতাস হওয়া’ ছাড়া আর কিছুই দেখতে পাই না । মিথ্যেবাদিতার ছড়াছড়ি সত্ত্বেও আমি আশাবাদি মানুষ হয়েই বাকি সময়টুকু কাটাতে চাই ।

১জন ১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ