
পরম রসময়ের ক্ষণস্পর্শে অপরুপ সংকেতে ব্যঞ্জনারুপে সকালের অপর্যাপ্ত আলোয় হৃদয় পরিপূর্ণ আমার বিরহী তৃষ্ণায়। দিন পেরিয়ে রাত আসে, পশ্চিমাকাশে সন্ধ্যাতারার কোমল আলো ঢলে পড়ে চোখেমুখে নিদ্রালু আবহে। অথচ ঘুম চলে গিয়েছে সাতসমুদ্র তেরোনদীর ওপারে।
জীবন প্রেমে স্নেহে মুগ্ধ আমি অপার চেয়ে থাকি বিরতিহীন পথপানে। কে যায় কে আসে ক্ষণিকের আবর্তে! একপলকের উদাস দৃষ্টি খেলাকরে বিরহাতুর বদনে। মাঝেমধ্যে ভুলে যাই আমার আমিকে! কি নাম, কি পরিচয়, কে দেবে বলে? অন্ধকারে তার স্পর্শে অনুভবে শীতল পরশ চোখেমুখে রঙধনুর সাতরঙে।
অকূলপাথারে ঝড়েপড়া শিমুলপাতার প্রতিটি খাঁজে যে নাম লিখে রেখেছিলাম, শীতের আগমনে ঝড়ে গিয়েছে সব পাতা। মর্মরধ্বনিতে কানে বাজে বিদায়ের সুর। এই আছে এই নেই, এ যেনো লুকোচুরি খেলা নিজের অন্তরাত্মার চিৎকারে কান ঢেকে। অমোচনীয় কালীতে ফুটে উঠেছে নীলাভ অশ্লীলতা।
পালিয়ে যে যাবো সে জায়গাটুকুও নেই। কতবার কতজনকে খেয়াঘাটের মাঝি সেজে পারাপার করিয়েছি, রঙ্গমঞ্চের পুতুল বিয়ে দেয়া বিনোদিনীর আঁচলে মুখ লুকিয়েছি; তারা আজ আর কেউ নেই। বেঁচে আছে নাকি মরে গিয়েছে কে জানে! পত্রবাহক লোকটা এমুখো হয়না বহুকাল। হয়তো লজ্জায় মুখ লুকিয়ে চলছে সে নিজেই।
স্মৃতির আড়ালে প্রাণহীন শতসহস্র মৌমাছি এলো গেলো কে রেখেছে তার হিসেব? কেউ মধু বিলিয়েছে আর কেউ বিনিময় করেছে। হায়! একটি কড়ির বদলে কেউ ডাকেনি পাশে। পরিত্যক্ত মৌচাকের দাম আর কত হতে পারতো সে হিসেব কষতে গিয়ে ইদানীং নিজেই বেহিসাবি হয়েছি আমি।
দৃষ্টি উদাসপানে চেয়ে থাকা সময়ে
ভুলে যাওয়া সুখস্মৃতি অভিমানী অতলে…
[ছবি- নেট থেকে]
২৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আসলেই কি হবে, কি পাব সে অংক মিলবেনা।
তাই খনিকের সুখানুভুতিই সম্বল জিবনে।
তৌহিদ
জীবনের অংক মেলানো যায়না, যাচ্ছে দিন যাক না এভাবেই।
ভালো থাকুন ভাই।
মোঃ মজিবর রহমান
সেটাই প্রিয় তৌহিদ ভাই। অতীত তাকিয়ে কষ্ট না বাড়িয়ে বর্তমান ঈ সামনের সিকে এগিয়ে যাই সন্দির্পনে।
তৌহিদ
সুন্দর বললেন ভাই, ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
জীবনের ফেলে রাখা ফেলে আসা পাতাগুলো উল্টিয়ে
হিসেবে-নিকেষে বসা চাট্টিখানি কথা না, তবুও ফিরে তাকিয়ে আমাদের কত কি-ই না দেখতে হয়।
তৌহিদ
ফিরে পেতে চাওয়া পুরোনো সময় এখন শুধুই দীর্ঘশ্বাস।
শুভেচ্ছা রইলো ভাই।
জিসান শা ইকরাম
নিজেকে খুঁজে ফেরা অনেক কঠিন, অথচ সবচেয়ে বেশী জানা প্রয়োজন কে আমি?
অনেককেই আমরা একসময় আর খুঁজে পাইনা।
এটিই জীবন।
আপনার শব্দ খনি দেখছি উজার করে দিয়েছেন ভাই।
লেখাটি একটু বেশিই ভালো হয়েছে।
শুভ কামনা।
তৌহিদ
আমার আমিকে চিনতে পারা খুব কঠিন। সবকিছু একপাশে রেখে নিজেকে শুধু শুন্যতার সাথেই তুলনা করা যায়।
লেখার চেষ্টা করলাম কিছুটা, ভালো লেগেছে জেনে আমিও অনুপ্রাণিত হলাম ভাই।
শুভকামনা জানবেন।
রোকসানা খন্দকার রুকু
নিজেকে খুঁজে পাওয়া বড়ই মুশকিল। অসাধারণ শব্দমালার গাঁথুনি। জীবনের পরতে পরতে আমরা কতকিছুই দেয়ানেয়া করি। প্রয়োজনে খুঁজে কাউকেই খুঁজে পাই না।
শুভ কামনা রইলো ভাইয়া। শুভ সকাল।
তৌহিদ
দেওয়ানেওয়ারর হিসেবের যাঁতাকল পিষে মারছে আমাদের। আপনিও ভালো থাকুন আপু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
অনুভূতির ছোয়া যেনো অন্যরকম মনে হলো কবি দা
তৌহিদ
পড়েছেন দেখে ভালো লাগলো ভাই। ভালো থাকুন আপনিও।
সাবিনা ইয়াসমিন
সব স্মৃতি সুখের হয়না, আবার ঠিক দুঃখেরও হয়না। কিন্তু মনে বিঁধে থাকে চোরাকাঁটার মতন। হয়তো সেইসব স্মৃতি গুলোকেই অভিমানী স্মৃতি বলা হয়।
একান্ত অনুভূতি পড়ে ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
একদম ঠিক বলেছেন, লেখার মুল তত্ত্ব ধরে ফেলেছেন দেখছি! আপনি পাঠক হিসেবে অনন্য।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।
প্রদীপ চক্রবর্তী
ভালোবাসা আছে বলে এতো অভিমান।
ভালোবাসা আছে বলে এতো স্মৃতি।
সহজে কি তা ভুলে যাওয়ার?
স্মৃতিতে আছে সুখ, কত বিরহ, বেদনা। তবুও এসব নিয়ে চলতে হয় স্মৃতির স্রোতে।
.
ভালো প্রকাশ,দাদা।
তৌহিদ
চমৎকার বললেন দাদা, ধন্যবাদ অশেষ।
আরজু মুক্তা
” তুই ফেলে এসেছিস কারে মন, মনরে আমার!”
নিজেকে হারিয়ে বারবার খুঁজি। হয়তো খুঁজে পাইনা! তবে, নিজের অগোচরে খুঁজি ঠিকেই।
শব্দের বুনুনি কিন্তু অলংকারে অলংকৃত।
শুভকামনা
তৌহিদ
পড়েছেন দেখে প্রীত হলাম আপু। ভালো থাকুন সবসময়। নিজেকে খুঁজে পাওয়া সত্যি কঠিন।
রোকন রিপন
সময় ব’য়ে যায় হায়
আসলে কেউ কারো নয়।
তৌহিদ
এ জগতে নিজেই নিজের জন্য, অন্য কেউ নয়।
ভালো থাকুন।
মনির হোসেন মমি
অল্পতে যিনি নিজেকে চিনতে পাররেন তিনিই শ্রেষ্ট মানব হহয়ে উঠেন।। অনেকক গভীর ভাবনার লেখা সচারচর চোখে পড়েনা।।
তৌহিদ
ধন্যবাদ ভাইয়া, মন্তব্যে প্রীত হলাম।
সুপর্ণা ফাল্গুনী
আপনি সব ধরনের লেখাতেই পটু। যা-ই লিখেন একদম ফাটিয়ে দেন । জীবনের হিসাব নিকাশ কখনোই মেলানো যায় না। নিজেকে অতীতে ফিরে দেখা কা
সুপর্ণা ফাল্গুনী
আপনি সব ধরনের লেখাতেই পটু। যা-ই লিখেন একদম ফাটিয়ে দেন । জীবনের হিসাব নিকাশ কখনোই মেলানো যায় না। নিজেকে অতীতে ফিরে দেখা টা, নিয়ে যাওয়া সবাই দক্ষভাবে পারেনা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
তৌহিদ
আরে নাহ! কি যে বলেন! আপনারা উৎসাহ দেন বলেই মাঝেমাঝে এক আধটু লেখার সাহস পাই।
লেখক হিসেবে আপনি আমার কাছে অনন্য দিদিভাই। শুভকামনা জানবেন।
হালিম নজরুল
স্মৃতির আড়ালে প্রাণহীন শতসহস্র মৌমাছি এলো গেলো কে রেখেছে তার হিসেব? কেউ মধু বিলিয়েছে আর কেউ বিনিময় করেছে। হায়! একটি কড়ির বদলে কেউ ডাকেনি পাশে।
———————- মিলে যাচ্ছে আমার সাথেও