
প্রিয় ব্যস্ততা,
জানো, আমার প্রিয়জন আমাকে নয় তোমাকে ভালোবেসে সারাক্ষণ। এক মুহূর্তও তোমাকে ছেড়ে থাকতে পারে না। চোখের আড়াল হতে দেয় না তোমাকে। তুমি তার কাছে অনেক অনেক বেশি মূল্যবান সম্পদ। তাই তো সে আমাকে উপেক্ষা করতে পারলেও তোমাকে পারে না। তুমিও কি তাকে অনেক বেশি ভালোবাসো? হ্যাঁ বাসো
বাসো, নিশ্চয়ই খুব ভালোবাসো! তা না হলে সে তোমায় ক্ষণিকের তরেও দূরে সরে রাখতে পারে না কেনো বলো? তুমি তাকে যতোই আঁকড়ে ধরো সে ততোই আমাকে দূরে রাখে। তুমি তাকে আষ্টেপৃষ্ঠে জাপটে ধরে রেখেছো বলেই বোধহয় সে আমার বাঁধন আলগা করে দূরে সরে গেছে।
জানো তুমি! আমি প্রতিনিয়ত উপেক্ষিত তার কাছে শুধু তোমারই জন্য। কি জোর গো তোমার ভালোবাসার! তুমি আমার প্রিয়জন কে আমার থেকে কেড়ে নিয়েছো। এই তা বলে ভেবো না আমি তোমাকে অভিযোগ করছি। হয়তো আমারই ভালোবাসার কমতি ছিলো তাই তো তুমি আসতে পেরেছো তৃতীয়জন হয়ে। কেড়ে নিতে পেরেছো আমার থেকে আমার ভালোবাসাকে।
যে আমার পৃথিবী তার পৃথিবী তুমি। এই বিরূপ আচরণ কোনো প্রিয়তমা কি সইতে পারে বলো? আচ্ছা ধরো তোমার জায়গায় আমি আর আমার জায়গায় তুমি। সে তোমাকে ছেড়ে আমার কাছে এসেছে। তবে কি তুমি আমার উপর খুব রেগে যেতে, নাকি অভিমান করে প্রিয় বলেও সম্বোধন করতে না কখনো? তুমি কি খুব হিংস্র হয়ে উঠতে নাকি চুপচাপ তোমার অধিকার ছেড়ে দিয়ে হয়ে উঠতে পাথর মানবী? বলো না কি করতে, কি করা উচিত?
জানো তুমি! সারাদিন আমাকে অপেক্ষা করতে হয় আমার প্রিয় মানুষটির সান্নিধ্য পাবার জন্য। কিন্তু সে তোমাকে ছেড়ে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে কিছুতেই আসে না আমার কাছে। ভালোবেসে বুকে জড়িয়ে নেয় না আমাকে। আমি তার কাছে প্রচণ্ড অবহেলিত মূল্যহীন কোনো বস্তু যেনো।
ভালোবাসা মানুষকে কতোটা অসহায় করে দেখেছো? কেমন বাধ্য মেয়ের মতো চুপচাপ সহ্য করে নিতে হচ্ছে সবটা। অথচ এটা আমার স্বভাব বিরোধ, যেখানে আমি মূল্যহীন সেখানে এক মুহূর্তও থাকি না কিন্তু এ বেলায় যেতেও পারছি না।
আমি সারাদিন যার পথ পানে চেয়ে থাকি
যাকে ভেবে অশ্রু জলে সিক্ত করি আঁখি
সে আমাকে ছেড়ে তোমার কাছে হয়েছে স্থির
আমাকে নয় তোমাকেই ভালোবাসে বেশি
সে না হয় বাসুক তাতে আমার কি? সে তোমাকে নিয়ে মেতে থাকছে থাকুক। আমাকে নিয়েও কেউ মেতে থাকে সবসময়। আর সে হলো সবচেয়ে আপন সবচেয়ে কাছের ‘একাকীত্ব’ । ভালোবেসে আমাকেও জড়িয়ে রেখেছে আষ্টেপৃষ্ঠে। সবাই দূরে গেলেও সে কিছুতেই যায় না আমাকে ছেড়ে। এক মুহূর্তের জন্যও একলা ছাড়ে না আমাকে।
ইতি,
তোমার প্রতি অভিমানী এক প্রিয়সী
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আঙ্গুর ফল টক! প্রমাণিত।
ব্যস্ততাকে ভিলেন বানিয়ে একাকীত্বে মজে গেলেন!
আগামীর শুভেচ্ছা জানাচ্ছি।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
নিরব সাগর
ভালো লিখেছেন ।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
সুপর্ণা ফাল্গুনী
একাকীত্বকে সঙ্গী করে বেঁচে থাকা প্রিয়জনের ব্যস্ততার কারণ। সুন্দর চিঠি লিখতে পারেন তো আপু। ধন্যবাদ ও শুভ নববর্ষের শুভেচ্ছা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি।
নতুন বছরের শুভেচ্ছা রইলো
ফয়জুল মহী
মান এবং অভিমান কোন কিছুই নিয়ে চিঠি আসে না এখন।
সুরাইয়া পারভীন
এখন আর কেউ বোধহয় চিঠি লিখে না
মোঃ মজিবর রহমান
হায়! একাকিত্ব তুমি হলেনা ছন্নছাড়া
তুমি মোর সঙ্গী জিবনের অটুট
তুমিই বহুয়াচরনের একক সঙ্গী। হয়ে পরেন ব্যাস্ত সোনেলার বন্ধনে।
সুরাইয়া পারভীন
হা হা হা হা
সোনেলার বন্ধনে বাঁধা পড়েছি অনেক আগেই। আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মোঃ মজিবর রহমান
হুম!
সাবিনা ইয়াসমিন
একাকীত্বকে ভালোবাসতে পারলে আর কাউকে দরকার হয় না। তার মতো নিবিড় সঙ্গী আর কোথাও পাওয়া যাবে না।
চিঠিটা পড়ে মন উদাস হয়ে গেছে। বেশি কিছু বলতে পারছি না।
শুভেচ্ছা নতুন বছরের 🌹🌹
সুরাইয়া পারভীন
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। ভালো কাটুক নতুন বছর । আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓 💓
সুপায়ন বড়ুয়া
“আমি সারাদিন যার পথ পানে চেয়ে থাকি
যাকে ভেবে অশ্রু জলে সিক্ত করি আঁখি
সে আমাকে ছেড়ে তোমার কাছে হয়েছে স্থির
আমাকে নয় তোমাকেই ভালোবাসে বেশি “
কি বলব আমি
ভেবেই দিশেহারা
তোমারি লাগি হই
আমিই সর্বহারা।
শুভ নববর্ষ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
নতুন বছরের শুভেচ্ছা
জিসান শা ইকরাম
ব্যাস্ততা আপনার শতীন নাকি?
যখন কাছে আসে তখন তো ব্যস্ততা আবার উপেক্ষিত হয়,
চিঠি ভাল হয়েছে।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন 🌹 🌹
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
তাকে ছেড়ে কাছে আসে না বলেই তো এতো ক্ষোভ উগড়ে দেওয়া।
আন্তরিক ধন্যবাদ সহ নতুন বছরের শুভেচ্ছা রইলো ভাইয়া
কামাল উদ্দিন
“ব্যস্ততা মোরে দেয়না অবসর” ব্যস্ততা আর একাকিত্ব নিয়ে দারুণ চিঠি লিখেছেন আপু। ব্যস্ততাকে আমরা পর করতে পারিনি বলে আমার দুই ছেলে আর তাদের মা এখন রয়েছে কক্সবাজারে আর আমি নিজ কর্মস্থলে……….শুভ নববর্ষ ২০২০
সুরাইয়া পারভীন
নিয়তি বোধহয় এমনিই। আপনাদের সবার জন্য রইলো শুভ কামনা
কামাল উদ্দিন
এই নিয়তির নাম ব্যস্ততা………… শুভ নববর্ষ ২০২০
রাফি আরাফাত
আমি সারাদিন যার পথ পানে চেয়ে থাকি
যাকে ভেবে অশ্রু জলে সিক্ত করি আঁখি
সে আমাকে ছেড়ে তোমার কাছে হয়েছে স্থির
আমাকে নয় তোমাকেই ভালোবাসে বেশি।
শত সম্পর্কের সমাপ্তির পরিনতি যেন চার লাইনে আবদ্ধ। ভালো লাগলো।
ধন্যবাদ
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
নতুন বছরের শুভেচ্ছা রইলো