
আমাকে একটু অবসর দিবে
এক খন্ড অবসর!
জন্ম থেকে;
অগ্ন্যুৎপাতে জ্বলা জ্বালা মুখগুলোর প্রশান্তির তরে,
একটু অবসর-বড় প্রয়োজন।
আমাকে একটু অবসর দিবে
একখন্ড অবসর!
জীবন সংগ্রামে;
সোনার চামচ মুখে নিয়ে হয়নি যার জন্ম-
ক্লান্ত পরিশ্রান্তে একটু অবসর-দিবে কী আমায়।
আমাকে একটু অবসর দিবে
এক খন্ড অবসর,
বে-হিসাবী সময় জ্ঞানহীন;
জীবনের হিসাবের খাতাটা বেলা শেষে শুন্যে,
প্রজন্মের জবাবে;অপরগতায় চাইছি অবসর।
আমাকে একটু অবসর দিবে
একখন্ড অবসর,
পার্থীব যাপিত জীবন অমিলে
সাম্যহীনতায়;
এই দৃশ্য সয়না মনে-চাইছি অবসর।
আমাকে একটু অবসর দিবে
একখন্ড অবসর,
ভাগ্য বিড়ম্বনায়;
শুরু থেকে শেষ-শেষ থেকে শুরু,
জন্মান্তরে;যার সম্বল কেবলি চোখের জল-প্রয়োজন একটু অবসর।
আমাকে একটু অবসর দিবে
একখন্ড অবসর,
জীবনের লক্ষ্য;
অবশেষে গ্রাম্য প্রবাদ ‘না হলাম আউল্লা-না হলাম জাউল্লা,
লক্ষ্য বিচ্যুতিতে আফসোস অনুশোচনা হতে চাই যে অবসর।
আমাকে একটু অবসর দিবে
একখন্ড অবসর,
সঞ্চিত;
জীবনের রঙ্গ মেলার সাঙ্গের শেষ প্রান্তে প্রভু,
কুড়ানো পাপের দাও মুক্তি -দাও একটু ভুবন সমাপ্তির অবসর।
আমাকে একটু অবসর দিবে
একখন্ড অবসর।।
…………………………………………………………
৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
জীবন চাকা সচল রাখতে গিয়ে কাজের চাপে অবসর জিনিসটাই ভুলে যাই। জানা-অজানায় কত শত পাপের ভাগীদার হই সেখান থেকে ও অবসর চাই কিন্তু মেলে না সে-ই কাঙ্ক্ষিত অবসর। বাস্তবতা তুলে ধরলেন ভাইয়া এযে আমাদের সবার ই মনের কথা । চমৎকার লেখনী তবে বানান কিন্তু কয়েকটি ঠিক করতে হবে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
প্রদীপ চক্রবর্তী
অবসর শব্দটার ভাবার্থ অনেক।
জীবনের চাকা সফল করতে হলে অবসর শব্দটা বেমানান হয়ে যায়।
একের পর এক আসে জীবনের কর্মভার। তা গ্রহণ করে নিতে হয়।
জীবনের রঙ্গ মেলার সাঙ্গের শেষ প্রান্তে প্রভু,
কুড়ানো পাপের দাও মুক্তি -দাও একটু ভুবন সমাপ্তির অবসর।
আমাকে একটু অবসর দিবে
একখন্ড অবসর।।
সেখানেও গিয়ে দিতে হয় ইহকালের সমস্ত হিসাব নিকাশ। অবসর আর পাওয়া হয়নি!
.
যথার্থ ভাবনা, দাদা।
মোঃ মজিবর রহমান
প্রজন্মের জবাবে;অপরগতায় চাইছি অবসর। কঠিন প্রশ্ন উত্তরহীন জবাব।
আল্লাহপাক নিজেই অবসর দিবে, তার নিকট ণীয়ে। আর সেখানে তারই দয়া ও ক্ষমা চাই।
ভুলফ্রান্তি ক্ষমা কর মহান আল্লাহপাক।
তোমার কাছে অবসরে ক্ষমা করে শান্তি দিও।
নাজমুল আহসান
অবসর বলে পৃথিবীতে কিছু নেই ভাই। সবই মিথ্যা!
রেজওয়ানা কবির
আমাকে একটু অবসর দিবে
একখন্ড অবসর,
সঞ্চিত;
জীবনের রঙ্গ মেলার সাঙ্গের শেষ প্রান্তে প্রভু,
কুড়ানো পাপের দাও মুক্তি -দাও একটু ভুবন সমাপ্তির অবসর।
আমাকে একটু অবসর দিবে
একখন্ড অবসর
এই লাইনগুলো বেশি সুন্দর ভাইয়া, সব অবসর একসময় পাবো যখন আর এই পৃথিবীতেই থাকব না। পৃথিবীই আমাদের শেষ অবসর দিবে। ভালো বাস্তবতা লেখার মাঝে ভাইয়া। শুভকামনা।
আলমগীর সরকার লিটন
আসলে অবসর কখন হবে কেউ তা জানে না আর অবসর চাই লে কি অবসর পাওয়া যায় খুব সুন্দর লেখেছেন কবি দা
রোকসানা খন্দকার রুকু
ইশ্ একদম মনের কথা ভাই। আর চলত্ চায়না মন।
একটু নিজের মত অবসর দরকার।
শুভ কামনা রইলো।🌹🌹
আরজু মুক্তা
অবসর তবুও মেলেনা। সবখানেই কাজ আর হিসাব নিকেশ।
তৌহিদ
অবসর বলে আসলেও কিছু নেই। জীবন জীবিকার তাগিদে ছুটে চলতে হয় আমাদের। এটাই অমোঘ সত্যি।
শুভকামনা ভাইয়া।