অবশেষে সোনেলায়

জিয়া চৌধুরী ২৫ সেপ্টেম্বর ২০১৩, বুধবার, ১১:১৮:৩৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

যখন মাত্রই গুটিকয়েক ব্লগ ছিলো, তখন ব্লগার মানেই বিরাট কিছু বোঝা যেত। এখন আর্ন্তজালে ব্লগের ছড়াছড়ি। ব্লগারের ছড়াছড়ি। অনেক অনেক নামিদামী ব্লগে নিবন্ধন থাকলেও নেহায়েত ঘোরাঘুরি ছাড়া ব্লগ লিখতে যাইনা কোথাও। কারণ ব্লগাররা সে পরিবেশ রাখেননি। ব্লগে কিছু লিখলেই সেটার পক্ষে বিপক্ষে এমন এমন সব মন্তব্য আসে সেসব পড়ে দেখতেও লজ্জা হয়।

সোনেলা আমার প্রিয় ব্লগগুলোর একটি। পরিচ্ছন্ন মডারেশন আর সুস্থ মানষিকতার ব্লগারদের এখানে আনাগোনা করতে দেখে ভালই লাগে। অনেকদিন ধরেই আমি সোনেলার পাঠক। তবে মন্তব্য করতামনা কখনো। সেদিন অন্তরা মিতুর একটি পোষ্টে প্রথম কমেন্ট করলাম। তাও রাগের মাথায় করা কমেন্ট।

সোনেলায় এখন থেকে নিয়মিত আসবো ভাবছি। আর্ন্তজালের জগতটা যেখানে অসুস্থ প্রতিযোগিতায় ব্যস্ত সেখানে সোনেলার এই প্রয়াসটুকু অক্ষুন্ন থাকুক চিরকাল।

 

 

৫৯২জন ৫৯০জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ