যখন মাত্রই গুটিকয়েক ব্লগ ছিলো, তখন ব্লগার মানেই বিরাট কিছু বোঝা যেত। এখন আর্ন্তজালে ব্লগের ছড়াছড়ি। ব্লগারের ছড়াছড়ি। অনেক অনেক নামিদামী ব্লগে নিবন্ধন থাকলেও নেহায়েত ঘোরাঘুরি ছাড়া ব্লগ লিখতে যাইনা কোথাও। কারণ ব্লগাররা সে পরিবেশ রাখেননি। ব্লগে কিছু লিখলেই সেটার পক্ষে বিপক্ষে এমন এমন সব মন্তব্য আসে সেসব পড়ে দেখতেও লজ্জা হয়।
সোনেলা আমার প্রিয় ব্লগগুলোর একটি। পরিচ্ছন্ন মডারেশন আর সুস্থ মানষিকতার ব্লগারদের এখানে আনাগোনা করতে দেখে ভালই লাগে। অনেকদিন ধরেই আমি সোনেলার পাঠক। তবে মন্তব্য করতামনা কখনো। সেদিন অন্তরা মিতুর একটি পোষ্টে প্রথম কমেন্ট করলাম। তাও রাগের মাথায় করা কমেন্ট।
সোনেলায় এখন থেকে নিয়মিত আসবো ভাবছি। আর্ন্তজালের জগতটা যেখানে অসুস্থ প্রতিযোগিতায় ব্যস্ত সেখানে সোনেলার এই প্রয়াসটুকু অক্ষুন্ন থাকুক চিরকাল।
১৬টি মন্তব্য
নীলকন্ঠ জয়
সু-স্বাগতম। -{@
''জিয়া চৌধুরী''
ধন্যবাদ। ভাল থাকুন।
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় 🙂 -{@
আমরা অপেক্ষা করছিলাম আপনার জন্য
প্রিয় মানুষদের জন্য অপেক্ষা কে না করে ?
সবাইকে নিয়ে ভালো থাকার চেস্টার ত্রুটি থাকবেনা আমাদের
প্রিয় ব্লগারকে এখানে দেখে ভালোই লাগছে ।
শুভকামনা সব সময়ের জন্য —
''জিয়া চৌধুরী''
ব্যক্তিগত ব্লগের পরিচয় মুছে এটি এখন সোশ্যাল ব্লগে পরিণত হয়েছে। আর কি চমৎকার একটি পরিবেশ। না এসে কি পারা যায়? আশা করি যে সব প্রিয় ব্লগাররা এখনও বাইরে থেকে সোনেলাকে দেখছেন সবাই আস্তে আস্তে এসে পরবেন।
ভাল থাকুন জিসান ভাই। বেচে থাকুক সোনেলা।
জিসান শা ইকরাম
চেস্টা করা হচ্ছে চমৎকার একটি ব্লগ তৈরির ।
নীতিমালা তৈরি হচ্ছে , আশাকরি ভালো লাগবে ।
আপনাকে দেখে অনেক ভালো লেগেছে ।
''জিয়া চৌধুরী''
এখানে আসতে আমি এত দেরী কেন করলাম সেটাই ভাবছি। আরো আগে আসা দরকার ছিল। মনে পড়ছে রেজিষ্ট্রেশন কমপ্লিট করতে আমাকে আমার মেইলে যেতে হবে শুধু এই অলসতার কারণে আমি তিনবার রেজিষ্ট্রেষন করতে গিয়েও পিছু হটেছি।
জিসান শা ইকরাম
সবই আল্লাহ্র ইচ্ছা ভাই 🙂
ব্লগার সজীব
লিখতে থাকুন ভাই এখানে । আপনার মুল্যবান লেখার অপেক্ষায় আছি ।
''জিয়া চৌধুরী''
না ভাই, লেখক হিসেবে আমি তেমন সুবিধার নই। বরঞ্চ আমাকে একনিষ্ট পাঠক হিসেবে সাথে পাবেন সবসময়। শুভকামনা।
লীলাবতী
সোনেলায় লিখুন নিয়মিত । ‘ আর্ন্তজালের জগতটা যেখানে অসুস্থ প্রতিযোগিতায় ব্যস্ত সেখানে সোনেলার এই প্রয়াসটুকু অক্ষুন্ন থাকুক চিরকাল। ‘ আপনার এই প্রত্যাশা যেন পুর্ন হয় । -{@ -{@
''জিয়া চৌধুরী''
ধন্যবাদ ও শুভকামনা রইল।
আদিব আদ্নান
পক্ষ বা বিপক্ষ বুঝিনা , এখানে স্বল্প পরিসরে অল্পদের আন্তরিক পরিবৃতি মন্দ নয় ।
শালীনতার প্রশ্নে আপসহীনতা লক্ষ্য করছি এর আগে ।
এসেছেন যখন , থেকেই দেখুন কেমন লাগে ।
''জিয়া চৌধুরী''
হুমম, দেখেই যাই আপাতত।
শুন্য শুন্যালয়
স্বাগতম -{@ -{@ -{@
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
হিটহীন কিন্তু সামান্য কয়েকজনের শালীন আন্তরিক আন্তরিকতা ঠিক-ঠাক পাবেন ।
প্রিন্স মাহমুদ
স্বাগতম সোনেলায়