অপ্রয়োজনীয় অনুতাপ

আগুন রঙের শিমুল ১২ মার্চ ২০১৭, রবিবার, ০৮:০০:৪৮পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

দুখিঃত বলিনি কখনো –
ভেবেছি বলবার প্রয়োজনই নেই।
আমি দুঃখ পেলে জেনেছিলাম –
তোমার স্বর বিষন্নতার ফুল ফোঁটায়।
তোমার বুকে ডাকে মেঘ, জল ছলকায়।
তাই,
দুখিঃত বলিনি কখনো,
ভেবেছি বলবার প্রয়োজনই নেই।

জানিনি কখন অঙ্গুলীস্পর্শ ছেরে হয়েছি সূদূর এমন,
দুরত্ব বেড়ে কবে হয়েছে এমন পরবাস –
অয়নান্তরেখায় দাড়িয়ে স্থির জানতেও পারিনি,
আমি আর নেই কিছুতেই –
তোমার মনখারাপের ঘুড়ি সুতো ছিঁড়ে উড়িয়ে দেবার
নই আর নিজস্ব উন্মুক্ত আকাশ।
তবু,
দুখিঃত বলিনি কখনো –
ভেবেছি বলবার প্রয়োজনই নেই।
দুখিঃত, বলবোনা কখনোই।

৫৮৬জন ৫৮৬জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ