
আজও আমি বসে থাকি
তোমারি অপেক্ষায়,
সেই বকুল তলায়।
জানি তুমি আসবে না,
তবুও এ মায়া ছাড়তে চায় না।
কতদিন হল দেখেনি
তোমায় নীল শাড়িতে,
তাই তোমারি অপেক্ষায় আজ ও রয়েছি বকুলতলায় দাঁড়িয়ে।
আজ ও যেন তোমার নীল চুড়ির টুংটুং শব্দ আমার কানে বাজে ,
খোলা চুলের গন্ধ যেন
আমায় মাতাল করে।
একগুচ্ছ সাদা গোলাপ নিয়ে থাকি আমি দাঁড় করে,
তোমার দেখা মিলে না বলে
ফুলগুলো যায় ঝরে।
তুবও আজো আমি
তোমার জন্য
অপেক্ষার প্রহর গুনি।
১৬টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
প্রথম
নীলাঞ্জনা নীলা
স্বাগতম সোনেলা নীড়ে।
আরোও লিখুন।
স্বপ্নবিহীন মামুন
ধন্যবাদ প্রিয়। ইনশাআল্লাহ
স্বপ্নবিহীন মামুন
জ্বী এই প্রথম
নীলাঞ্জনা নীলা
অন্যের লেখা পড়ে আপনার মূল্যবান মন্তব্য প্রদান করবেন, এটাই আশা করবো।
মোঃ মজিবর রহমান
খোলা চুলের গন্ধ যেন
আমায় মাতাল করে। এই মাতাল এখন অন্যজন হই।
ভাল লাগ্ল;অ। আরো লিখুন শুভেচ্ছা সোনেলা বারান্দায়।
স্বপ্নবিহীন মামুন
ধন্যবাদ প্রিয়।
আপনার মূল্যবান মন্তব্যটি প্রকাশ করায়
মনির হোসেন মমি
অপেক্ষার অবসান হউক কবির।চমৎকার লাগল লেখাটি।
স্বপ্নবিহীন মামুন
ধন্যবাদ প্রিয়
শুন্য শুন্যালয়
প্রতিদিন সাদা গোলাপ কিনতে কিনতে তো আপনি ফতুর হয়ে যাবেন, নাকি বাড়িতে সাদা গোলাপের গাছ লাগিয়েছেন?
বকুলতলায় যখন অপেক্ষাই করবেন, তখন গোলাপ না নিয়ে বকুলই নিতেন! 🙂
অপেক্ষা এবং লেখা চালু থাকুক। শুভেচ্ছা।
স্বপ্নবিহীন মামুন
ফতুর না হয় সেই প্রিয়টির জন্য হবো।
তার জন্য যে সবকিছুই করতে প্রস্তুত আমি💘
ধন্যবাদ ভাই।।
তৌহিদ
ভাই? আপনের খবর আছে!! ফলাফল আসছে ☺
আরজু মুক্তা
বকুলের ঘ্রাণে মাতাল হোক প্রিয়তমা!
জিসান শা ইকরাম
সুন্দর একটি কবিতা নিয়ে এলেন সোনেলায়।
স্বাগতম আপনাকে সোনেলার উঠোনে,
নিজে লিখুন, অন্য ব্লগারের লেখা পড়ুন ও মন্তব্য দিন।
শুভ কামনা।
তৌহিদ
ভালো লাগলো কবিতাটি ভাই, যদিও আমি কবিতা কম বুঝি।
লিখতে থাকুন। শুভকামনা সবসময়।
সাবিনা ইয়াসমিন
সোনেলার উঠোনে আপনাকে স্বাগতম। কবিতা সুন্দর হয়েছে। নিয়মিত লিখুন আর আমাদের সাথে নিজের আনন্দ/বিষাদ শেয়ার করুন। সোনেলা পরিবারে আন্তরিকতার অভাব নেই, আপনিও এখানের একজন হয়ে থাকবেন।
ভালো থাকুন, শুভকামনা রইলো 🌹🌹