কেউ বলেছিল আসবে;
বলেছিল জান অপেক্ষা করো,
দেখো তোমার অপেক্ষার শেষ প্রহর-
শেষ হবার আগেই ফিরে আসবো তোমার কাছে।
সেই থেকে শুরু হলো আমার অপেক্ষার পালা,
সেই থেকে আমি এখনো অপেক্ষারত,
অপেক্ষা করতে করতে এখন আমি ক্লান্ত শ্রান্ত অবসন্ন!

কেউ বলেছিল ফোন করবে;
সময় বেঁধে দিয়েছিল,
বলেছিল ঠিক ঐ সময়ই ফোন করবো
ফোনের কাছেই থেকো কিন্তু…
সেই থেকে একটা ফোন কলের অপেক্ষায়-
অপেক্ষার উত্তেজনা নিয়ে শত সহস্র সেকেন্ড মিনিট ঘন্টা
উন্মত্ত অধীর ব্যাকুল আগ্ৰহ নিয়ে বসে আছি ফোনের সামনে!
সেই থেকে স্থির তাকিয়ে আছি ফোনের স্ক্রিনে,
একটা মুহূর্তের জন্যও চোখ সরাইনি,
একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে এখন আমি অন্ধ!

১১৫৩জন ১০২৪জন

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ