অপারগ

মোঃ মজিবর রহমান ২৭ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ১২:৩৯:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

আমি জাগ্রত আমি চেতন
আমি মানুষের মাঝে সচেতন
থাকতে চাই পাশে মানুষের
ভালোবাসতে চাই মানুষেরে

অন্যায় খারাপ ঘটিলে পারিনা
বাধাদানে আঘাত হানতে পারিনা
করতে পারি দূর থেকে ঘৃনা
বাহুবল সাহস অতি নগন্য।

কিন্তু
বাসি ভালো মানুষকে
দাড়াতে ইচ্ছে মানুষের পাশে
দাঁড়ায় সাধ্যমত যতূটুকু পারি থাকতে
তাই আমি নয় পরিপুর্ন মানুষ।

দূর থেকে করি ঘৃনা, আর ঘৃনা, অপরাধীকে।

১০৪৯জন ৯৪০জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ